অধ্যক্ষকে মারধর, ধৃত

কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনা ঘিরে হাইলাকান্দির আলগাপুরে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, আজ বিকেলে মোজাক আহমেদ চৌধুরী নামে এক যুবক আলগাপুরের মইনুল হক চৌধুরী সায়েন্স কলেজে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:১৭
Share:

কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনা ঘিরে হাইলাকান্দির আলগাপুরে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, আজ বিকেলে মোজাক আহমেদ চৌধুরী নামে এক যুবক আলগাপুরের মইনুল হক চৌধুরী সায়েন্স কলেজে যায়। অধ্যক্ষ দিলওয়ার হুসেন চৌধুরীর ঘরে ঢুকে বচসা শুরু করে সে। অভিযোগ, আচমকা হেলমেট দিয়ে সে অধ্যক্ষকে মারধর করে। অধ্যক্ষের চিৎকারে ছাত্ররা সেখানে পৌঁছে ওই যুবককে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। ছাত্রেদের রোষ থেকে বাঁচাতে তাকে কলেজের একটি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। অধ্যক্ষ আক্রান্ত হওয়ার খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে হাজির হন। পরিস্থিতি সামলাতে সেখানে পৌঁছয় আলগাপুর থানার পুলিশ, সিআরপি কম্যান্ডো বাহিনী। আলগাপুরের ওসি রবীন্দ্রনাথ দাস জানান, ওই যুবককে গ্রেফতার করে হাইলাকান্দি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অধ্যক্ষ দিলোয়ার হুসেন বলেন, ‘‘ছেলেটি এ ভাবে হামলা চালাবে বুঝতে পারিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement