অন্য সুন্দর পিচাই

ছক্কা! কখনও ব্যাট হাতে। কখনও পড়ুয়ার প্রশ্নের উত্তরে। বৃহস্পতিবার এক অন্য সুন্দর পিচাইকে খুঁজে পেল দিল্লি। স্কুল-কলেজের পড়ুয়াদের সামনে হাসির ছলে বললেন, স্মার্ট ফোনের পেটে সেঁধিয়ে থাকে গুগলের যে সফটওয়্যার, সেই অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম রাখা হতে পারে কোনও ভারতীয় মিষ্টির নামে।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ০৩:০৩
Share:

ছবি: পিটিআই।

ছক্কা! কখনও ব্যাট হাতে। কখনও পড়ুয়ার প্রশ্নের উত্তরে। বৃহস্পতিবার এক অন্য সুন্দর পিচাইকে খুঁজে পেল দিল্লি। স্কুল-কলেজের পড়ুয়াদের সামনে হাসির ছলে বললেন, স্মার্ট ফোনের পেটে সেঁধিয়ে থাকে গুগলের যে সফটওয়্যার, সেই অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম রাখা হতে পারে কোনও ভারতীয় মিষ্টির নামে। ছড়াল জল্পনা— মোতিচুর, পেড়া না কি পায়েস? জানালেন, এ নিয়ে পরামর্শ চাইবেন মায়ের। স্বীকার করলেন তিনি আদ্যন্ত মেসি ভক্ত। পছন্দ সচিন আর গাওস্করকেও। বললেন, গুগলের শীর্ষ পদে না-বসলেও তৈরি করতেন সফটওয়্যারই। লগ্নির প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন গুগলের সিইও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement