ভোটের আগে রাজ্যবাসীর মন কাড়তে আরও চারটি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজের স্তরে উন্নীত করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। ডিব্রুগড়ে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক উদ্বোধন করতে এসে নাড্ডা বলেন, ‘‘নগাঁও, ধুবুরি, উত্তর লখিমপুর ও ডিফু জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজের স্তরে উন্নীত করা হবে। কেন্দ্র ১৮৯ কোটি মঞ্জুর করেছে।’’ পাশাপাশি চা বাগানের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন নাড্ডা।