Akshay Kumar OMG 3 News

প্রথম বার বড়পর্দায় অক্ষয়-রানি? ‘ওহ্ মাই গড্‌’ ফ্র্যাঞ্চাইজ়িতে অভিনেত্রীর যোগদানের জল্পনা

প্রথম বার একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার ও রানি মুখোপাধ্যায়, খবর এমনই। কবে থেকে শুরু হবে শুটিং?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৬
Share:

অক্ষয় কুমার এবং রানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় ‘ওহ্ মাই গড্‌’ ফ্র্যাঞ্চাইজ়িতে এ বার যোগ দিতে চলেছেন রানি মুখোপাধ্যায়? খবর এমনই। জল্পনা সত্যি হলে অক্ষয় কুমারের সঙ্গে এটিই তাঁর প্রথম ছবি হতে চলেছে। নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে, এই খবর ছড়াতেই ‘ওহ্ মাই গড্ ৩’ নিয়ে আশা বেড়েছে অনুরাগীদের মধ্যে।

Advertisement

ঘনিষ্ঠ সূত্রের খবর, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ভাগ নিয়ে উচ্চাশা রয়েছে নির্মাতাদেরও। সূত্রের খবর, “সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। অক্ষয় কুমার অভিনীত অন্যতম প্রশংসিত ফ্যাঞ্চাইজ়ি ‘ওহ্ মাই গড্’। তার সঙ্গে রানি যোগ দিলে তা আরও বড় হবে। তাঁর উপস্থিতি ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে।”

সূত্রের আরও খবর, ‘ওহ্ মাই গড্ ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। সূত্রের মতে, “পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে। অক্ষয় ঠিক এমনই চেয়েছিলেন।” যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি। এই আবহে উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি। অন্য দিকে, ‘ওহ্ মাই গড্‌’-এর প্রথম ছবি মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ্ মাই গড্‌ ২’। দুটি ছবিই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এ বার অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ্ মাই গড্‌ ৩’ ছবির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement