মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছেন তিনি। চার মাসে ওজন কমে গিয়েছে ১৮ কিলোগ্রাম। অসুস্থতার কথা তুলে ধরে বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করলেন শিনা বরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শুক্রবার ইন্দ্রাণীর জামিনের জন্য তাঁর আইনজীবী আদালতে ১৭ পাতার আবেদন জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ‘‘ইন্দ্রাণীর মস্তিষ্কে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই অসুখের ফলে তাঁর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।’’