এসএফআইয়ের মাথায় এ বার হিমাচলের বিক্রম

প্রত্যাশিত ভাবেই এ বার দলের ছাত্র সংগঠনের শীর্ষ পদে হিন্দিভাষী রাজ্য থেকে নতুন মুখ নিয়ে এল সিপিএম। রাজস্থানের সীকরে ১৫তম সর্বভারতীয় সম্মেলন থেকে সোমবার এসএফআইয়ের নতুন সাধারণ সম্পাদক হলেন হিমাচলপ্রদেশের বিক্রম সিংহ। নয়া সর্বভারতীয় সভাপতি হয়েছেন ভি পি সানু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ০৪:১৭
Share:

বিক্রম সিংহ

প্রত্যাশিত ভাবেই এ বার দলের ছাত্র সংগঠনের শীর্ষ পদে হিন্দিভাষী রাজ্য থেকে নতুন মুখ নিয়ে এল সিপিএম। রাজস্থানের সীকরে ১৫তম সর্বভারতীয় সম্মেলন থেকে সোমবার এসএফআইয়ের নতুন সাধারণ সম্পাদক হলেন হিমাচলপ্রদেশের বিক্রম সিংহ। নয়া সর্বভারতীয় সভাপতি হয়েছেন ভি পি সানু। যিনি আগে কেরল এসএফআইয়ের রাজ্য সভাপতি ছিলেন। মাইক্রো-বায়োলজিতে পোস্ট ডক্টরেট ফেলোশিপের অধিকারী, দলিত ছাত্র-নেতা বিক্রমই যে এ বার এসএফআইয়ের সাধারণ সম্পাদক হিসেবে সিপিএমের অন্দরে প্রথম পছন্দ ছিলেন, সে খবর আগেই প্রকাশিত হয়েছিল আনন্দবাজারে। পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের বাইরে এই প্রথম এসএফআইয়ের সাধারণ সম্পাদকের দায়িত্বে এলেন হিন্দিভাষী কোনও রাজ্যের ছাত্র-নেতা। সেই সঙ্গে এসএফআইয়ের সঙ্গে দু’দশকের সম্পর্ক চুকে গেল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সাধারণ সম্পাদক ও সভাপতি পদ উত্তর ও দক্ষিণ ভারতে ভাগাভাগি হলেও মুখপত্রের সম্পাদক হয়েছেন কলকাতার ছাত্র-নেতা ময়ূখ বিশ্বাস। তবে এসএফআই সূত্রের খবর, গত ৪০ মাসে কেন ওই পত্রিকার ৪০টি সংখ্যার বদলে মাত্র পাঁচটি প্রকাশিত হয়েছে, তা নিয়ে সম্মেলনে প্রশ্ন তুলেছেন বহু রাজ্যের প্রতিনিধিরাই! তাঁদের অভিযোগের তির বাংলা থেকে দিল্লিতে দায়িত্ব পালনের জন্য যাওয়া শতরূপ ঘোষের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement