কার্তিকসেনাকে নিয়ে বির্তক অসম কংগ্রেসে

প্রাক্তন সাংসদ পবন সিংহ ঘাটোয়ারকে সভাপতি করে ৪০ জন সদস্যকে নিয়ে সম্প্রতি গঠন করা হয় অসম কংগ্রেসের প্রচার কমিটি। পদাধিকারে বিধায়করা সেই কমিটির সদস্য হয়েছেন। কিন্তু পাথারকান্দির দু’বারের বিধায়ক তথা পরিষদীয় সচিব মণিলাল গোয়ালার নাম সেই তালিকায় নেই। তাঁর পরিবর্তে জায়গা পান কার্তিকসেনা। অভিযোগ, তিনি এখনও দলের সদস্যপদই নেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ০৩:১৬
Share:

কংগ্রেসে যোগ না দিয়েই দলের প্রচার কমিটিতে জায়গা পেয়েছেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক কার্তিকসেনা সিনহা— এমনই জল্পনা ঘিরে কংগ্রেসের অন্দরমহলে ছড়িয়েছে বিতর্ক।

Advertisement

প্রাক্তন সাংসদ পবন সিংহ ঘাটোয়ারকে সভাপতি করে ৪০ জন সদস্যকে নিয়ে সম্প্রতি গঠন করা হয় অসম কংগ্রেসের প্রচার কমিটি। পদাধিকারে বিধায়করা সেই কমিটির সদস্য হয়েছেন। কিন্তু পাথারকান্দির দু’বারের বিধায়ক তথা পরিষদীয় সচিব মণিলাল গোয়ালার নাম সেই তালিকায় নেই। তাঁর পরিবর্তে জায়গা পান কার্তিকসেনা। অভিযোগ, তিনি এখনও দলের সদস্যপদই নেননি।

এ নিয়ে পাথারকান্দির বিধায়ক তথা পরিষদীয় সচিব মণিলালবাবু জানিয়েছেন, প্রচার কমিটিতে তাঁকে না রাখায় তিনি নিজের সমষ্টিতে আরও বেশি সময় দিতে পারবেন। ভোটের আগেও নিজের এলাকায় অনেকটা ঘুরতে পারবেন। প্রচার কমিটির সদস্য হলে তা করা সম্ভব হতো না। কারণ ওই কমিটির সদস্যদের অন্তত এক বার অন্য সমষ্টিতে গিয়ে প্রচার করতে হয়। তবে কার্তিকসেনাবাবু কংগ্রেসে যোগ দিয়েছেন কি না, তা জানেন না বলে মন্তব্য করেছেন মণিলালবাবু। তাঁর কথায়, ‘‘কার্তিকসেনা সিনহা কংগ্রেসে যোগ দিয়েছেন কি না খবর পাইনি।’’ দলের নেতাদের একাংশের বক্তব্য, যে ব্যক্তি কংগ্রেসের সদস্য কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁকে দলের প্রচার কমিটির সদস্য কী ভাবে করা হল? কার্তিকসেনাবাবু প্রথমে বিজেপি বিধায়ক ছিলেন। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি এআইইউডিএফ-এ যোগ দেন। বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে এআইইউডিএফ প্রার্থী ছিলেন। কংগ্রেস প্রার্থী মণিলাল গোয়ালার কাছে পরাজিত হন।

Advertisement

মণিলালবাবু অবশ্য আরও বলেছেন, ‘‘কার্তিকসেনা বিধানসভা নির্বাচনে কোনও ভাবেই দলের টিকিট পাবেন না।’’ এ বিষয়ে কার্তিকসেনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন