অনেক টালবাহনার পর শেষ পর্যন্ত হাইলাকান্দি এস এস কলেজে ছাত্র সংসদ গঠন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুল করিমের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালন কমিটি আজ ওই সংসদ গঠন করেন। নিয়মের কিছুটা অদলবদল ঘটিয়ে প্রায় প্রতিটি বিভাগে দু’জন করে প্রতিনিধি মনোনীত করা হয়। সহ-সভাপতি হয়েছেন রাদুল হুসেন বড়ভুঁইঞা। সাধারণ সম্পাদক জানুন হুসেন লস্কর এবং বিশাল দাস।