ছ’টি নতুন নাম দিল চিন

চব্বিশ ঘণ্টা আগেই চিনের বিদেশমন্ত্রী বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে আর্থিক করিডর নিয়ে নয়াদিল্লির আশঙ্কার কারণ নেই। আগামী মাসে চিনে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ শীর্ষক আলোচনাচক্রে আমন্ত্রণপত্রও পেয়েছে ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:৪৪
Share:

চব্বিশ ঘণ্টা আগেই চিনের বিদেশমন্ত্রী বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে আর্থিক করিডর নিয়ে নয়াদিল্লির আশঙ্কার কারণ নেই। আগামী মাসে চিনে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ শীর্ষক আলোচনাচক্রে আমন্ত্রণপত্রও পেয়েছে ভারত।

Advertisement

কিন্তু সখ্যের এই বার্তার পাশাপাশি দলাই লামার অরুণাচল সফরের ‘বদলা’ নিতেও শুরু করল বেজিং। আজ সে দেশের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রক অরুণাচল প্রদেশের ছ’টি অঞ্চলের নতুন নামকরণ করেছে। চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এ আজ এই তথ্য প্রকাশিত হয়েছে। দিল্লি এই পদক্ষেপের কড়া সমালোচনা করলেও বিষয়টি কেন্দ্রের কাছে অপ্রত্যাশিত নয়। বেজিংয়ের হুঁশিয়ারি সত্ত্বেও অরুণাচলে গিয়েছিলেন দলাই লামা। চিন বলেছিল, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করেছে নয়াদিল্লি। গ্লোবাল টাইমস অনুযায়ী, অরুণাচলের অঞ্চলগুলিকে চিনা, তিব্বতি এবং রোমান হরফে কী ভাবে লিখতে হবে, তা-ও নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রক। যে ছ’টি নতুন চিনা নামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলি হল— ও’গিয়াইনলিং, মিলা রি, কোইড গারবো রি, মাইনকুকা, বি মোলা, নামকাপুব রি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement