জিকা ভাইরাসের প্রতিষেধকের খোঁজ চলছিল এত দিন। হায়দরাবাদের একটি সংস্থা আজ দাবি করেছে, তারাই প্রথম প্রতিষেধক বানাতে সক্ষম হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রতিষেধকটির ক্লিনিক্যাল পরীক্ষা হয়নি বলেই সংস্থাটি জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুসারে, ২৪টি দেশে ঘাঁটি গেড়েছে জিকা ভাইরাস। সব চেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিল। বিশেষজ্ঞরা জানান, মূলত এডিস ইজিপ্টাই মশার কামড়েই ছড়ায় এই ভাইরাস।