পথ দুর্ঘটনায় মারা গেলেন শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি বা নেহুর সহকারী রেজিস্ট্রার জয়া ভট্টাচার্য। জখম হলেন তাঁর দুই সঙ্গী। এসপি বিবেক সিয়েম জানান, আজ সকালে কিয়াং নাঙ্গবা সরকারি কলেজের অধ্যাপক সুব্রত চৌধুরী ও উত্তর-পূর্ব পরিষদের সদস্য শ্যামানন্দ ভট্টাচার্যের সঙ্গে আপার শিলং ঘুরে ফিরছিলেন জয়াদেবী। শিলং সেনা হাসপাতালের কাছে তাঁদের গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। জয়াদেবী ঘটনাস্থলেই মারা যান। অন্য দু’জন জখম হয়ে হাসপাতালে ভর্তি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস কে শ্রীবাস্তব-সহ রাজ্যের অন্যান্য নেতা-মন্ত্রী-শিক্ষাবিদরা জয়াদেবীর মৃত্যুতে শোক জানান।