নেতাজিকে শ্রদ্ধা জানাতে এলেন না কোনও মন্ত্রীই

সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ সংসদ ভবনে তাঁকে শ্রদ্ধা জানানো হল। কিন্তু সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর মন্ত্রিসভার কোনও প্রতিমন্ত্রী পর্যন্ত উপস্থিত থাকলেন না। থাকলেন না পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত কোনও তৃণমূল বা বিজেপি সাংসদও। শাসক দলের শীর্ষ নেতাদের মধ্যে শুধু উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫ ০৩:০০
Share:

সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ সংসদ ভবনে তাঁকে শ্রদ্ধা জানানো হল। কিন্তু সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর মন্ত্রিসভার কোনও প্রতিমন্ত্রী পর্যন্ত উপস্থিত থাকলেন না। থাকলেন না পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত কোনও তৃণমূল বা বিজেপি সাংসদও। শাসক দলের শীর্ষ নেতাদের মধ্যে শুধু উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী।

Advertisement

এ নিয়ে আজ সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। সংসদ ভবনে ওই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্র মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য। তিনি জানান, কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল ও সিপিআই সাংসদ ডি রাজা-সহ হাতে গোনা কিছু সাংসদ আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র। এমনকী অনুষ্ঠানে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও উপস্থিত ছিলেন না। প্রদীপবাবু বলেন,“নেতাজির প্রতি এই অবমাননা শুধু বাঙালি কেন, দেশের কেউই মেনে নেবে না। সরকারের এই ধরনের মনোভাবের সমালোচনা করে খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে চিঠি লিখব।”

বিজেপি ও সরকারের মুখপাত্রেরা অবশ্য দাবি করেন, কেন্দ্রের মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। তা ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলা টুইট করে সুভাষচন্দ্রের প্রতি সম্মান জানিয়েছেন। সেই সঙ্গে পটনায় সুভাষচন্দ্রের মূর্তিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভাপতি অমিত শাহ। অনেকের মতে, আসলে সংসদ ভবনে এই ধরনের অনুষ্ঠানে সরকার-বিরোধী উভয় শিবিরের সাংসদদের উপস্থিতি আগের থেকে এখন অনেক কমে গিয়েছে। একমাত্র লালকৃষ্ণ আডবাণীই নিয়ম করে প্রতিটি অনুষ্ঠানে যান। সেই নিষ্ঠা খুব কম সাংসদের মধ্যেই এখন দেখা যায়!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন