নেতাজির পাল্টা দক্ষিণেও সারদা-অস্ত্র

নেতাজির বদলা সারদা! বিজেপির বিরুদ্ধে বন্ধু পাওয়ার তাড়নায় তামিলনাড়ুতে হানা দিতে গিয়েছিল তৃণমূল। এমডিএমকে নেতা ভাইকোর ধর্নায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যোগ দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতাজি-অস্ত্র ব্যবহার করে। এ বার সে রাজ্যেই তৃণমূলের সারদা-যোগ নিয়ে সরব হতে চলেছে ফব! ভাইকোর সঙ্গেও এই নিয়ে কথা বলবেন ফব নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০২:৫৪
Share:

নেতাজির বদলা সারদা! বিজেপির বিরুদ্ধে বন্ধু পাওয়ার তাড়নায় তামিলনাড়ুতে হানা দিতে গিয়েছিল তৃণমূল। এমডিএমকে নেতা ভাইকোর ধর্নায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যোগ দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতাজি-অস্ত্র ব্যবহার করে। এ বার সে রাজ্যেই তৃণমূলের সারদা-যোগ নিয়ে সরব হতে চলেছে ফব! ভাইকোর সঙ্গেও এই নিয়ে কথা বলবেন ফব নেতৃত্ব।

Advertisement

ফব-র তামিলনাড়ু রাজ্য সম্পাদক এবং বিধায়ক পি ভি কাথিরাবণকে দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, ভাইকোর সঙ্গে কথা বলে তৃণমূলের ‘স্বরূপ’ চিনিয়ে দেওয়ার জন্য। ফব-র জাতীয় সম্পাদক জি দেবরাজনও চেন্নাই যাচ্ছেন। দেবরাজন বুধবার বলেন, “সারদার দুর্নীতিতে অভিযুক্ত একটা দল বলছে, নেতাজিকে নিয়ে আন্দোলন করবে! আমাদের কর্মীরাও ওই রাজ্যে সারদা নিয়ে প্রচার করবে।” যা শুনে তৃণমূলের এক রাজ্য নেতার বক্তব্য, “তামিলনাড়ুতে সারদা নিয়ে বলে ওঁদের কোনও লাভ হবে না।”

দেবরাজনদের বক্তব্য, সারদা-সহ একের পর এক ঘটনায় কোণঠাসা হয়েই তৃণমূল এখন সুদূর দক্ষিণে গিয়ে ভাইকোর হাত ধরে নেতাজি নিয়ে সরব হতে চাইছে। অথচ নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথি প্রকাশ্যে আনার দাবিতে তাদের আগে মুখ খুলতে দেখা যায়নি। আর এ দিনই বামফ্রন্টের বৈঠকের পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারি ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণার দাবি তাঁরা এ বারও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে জানাচ্ছেন। তাঁর কথায়, “ওই দিনটাকে অনেকে জাতীয় ছুটির দিন করতে বলছেন। কিন্তু তার আগে দেশপ্রিম দিবস ঘোষণা করতে হবে।” নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন