কড়া নিরাপত্তায় অমরনাথের উদ্দেশে রওনা হল ৬১৭ জনের আর একটি দল। পুলিশ সূত্রের খবর, সেই দলে রয়েছেন ৪১৬ জন পুরুষ, ৯৩ জন নারী, ১৪টি শিশু ও ৯৪ জন সাধু। শনিবার ভোরে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে ১৮টি গাড়িতে দলটি রওনা দেয়। এর আগে জম্মু বেস ক্যাম্প থেকে ৪১,৮৮৮ জন তীর্থযাত্রী অমরনাথের জন্য রওনা হয়েছিল।