পুরনো রাজনৈতিক মামলায় ধৃত ধানবাদের তৃণমূল নেতা

বাইশ বছরের পুরনো এক মামলায় গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের তৃণমূল আহ্বায়ক দিলীপ চট্টোপাধ্যায়কে। আজ সকালে ধানবাদে দিলীপবাবু সাংবাদিক সম্মেলন করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০৫:৪৬
Share:

বাইশ বছরের পুরনো এক মামলায় গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের তৃণমূল আহ্বায়ক দিলীপ চট্টোপাধ্যায়কে। আজ সকালে ধানবাদে দিলীপবাবু সাংবাদিক সম্মেলন করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, অবিভক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কনভয়কে আক্রমণ করার অভিযোগ ছিল দিলীপবাবুর বিরুদ্ধে। ১৯৯২ সালে ওই ঘটনা ঘটে। দিলীপবাবু তখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। সেই সময় জেএমএমের নেতৃত্বে ঝাড়খণ্ড আন্দোলন তুঙ্গে। তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব তোপচাঁচি থেকে ফিরছিলেন। পথে বরবড্ডা থানা এলাকায় তীর-ধনুক নিয়ে লালুর কনভয়ের উপরে হামলা চালায় মোর্চা সমর্থকরা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দিলীপবাবু-সহ অন্যান্য নেতারা।

আজ গ্রেফতার হওয়ার আগে দিলীপবাবু বলেন, “আলাদা ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে সেই সময় অনেক আন্দোলন হয়েছে। ফলে কোন ঘটনায় আমায় গ্রেফতার করা হচ্ছে জানি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement