পোস্টারে ছবি, কেজরীবালকে নোটিস কিরণের

দলীয় পোস্টারে কিরণ বেদীর ছবি ব্যবহার করায় আপ নেতা অরবিন্দ কেজরীবালকে আইনি নোটিস পাঠাল বিজেপি। বিজেপির অভিযোগ, দিল্লিতে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদীর অনুমতি না নিয়েই পোস্টারে তাঁর ছবি ব্যবহার করেছে আপ। দলের দিল্লি শাখার সভাপতি সতীশ উপাধ্যায় বলেছেন, “নির্বাচনী বিধি ভাঙায় আমরা মোট চারটি অভিযোগ দায়ের করেছি কেজরীবালের বিরুদ্ধে। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।”

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫ ০৪:৪০
Share:

দলীয় পোস্টারে কিরণ বেদীর ছবি ব্যবহার করায় আপ নেতা অরবিন্দ কেজরীবালকে আইনি নোটিস পাঠাল বিজেপি। বিজেপির অভিযোগ, দিল্লিতে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদীর অনুমতি না নিয়েই পোস্টারে তাঁর ছবি ব্যবহার করেছে আপ। দলের দিল্লি শাখার সভাপতি সতীশ উপাধ্যায় বলেছেন, “নির্বাচনী বিধি ভাঙায় আমরা মোট চারটি অভিযোগ দায়ের করেছি কেজরীবালের বিরুদ্ধে। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।”

Advertisement

বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, এই বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে আদালত পর্যন্ত যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কিরণ বেদী। ক্ষুব্ধ বেদীর কথায়, “আমার অনুমতি না নিয়ে পোস্টারে আমার ছবি ব্যবহার করেছেন কেজরীবাল। তাঁর নিজের ছবির তলায় লিখেছেন ‘সৎ’ আর আমার ছবির তলায় ‘সুবিধাবাদী’। এটা মেনে নেওয়া সম্ভব নয়।”

বিজেপির ক্ষোভের মূলে রয়েছে আম আদমি পার্টির একটি পোস্টার। যেখানে কেজরীবালের পাশাপাশি রয়েছে কিরণ বেদীরও ছবি। কেজরীবালের ছবির তলায় লেখা ‘ইমানদার’ (সৎ) এবং বেদীর ছবির তলায় লেখা ‘অভসরবাদী’ (সুবিধাবাদী)। দিল্লিবাসীকে আবেদন জানানো হয়েছে তাঁদের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য। রাজধানীর অটোরিকশাগুলিতে ছেয়ে গিয়েছে এই পোস্টার। এর আগেও বিজেপি নেতা জগদীশ মুখির ছবি পোস্টারে ব্যবহার করে কোপের মুখে পড়েছিল আপ। এই নিয়ে কেজরীবালকে আইনি নোটিস পাঠিয়েছিলেন মুখি।

Advertisement

এখানেই শেষ নয়। দিল্লির জঙ্গপুরা এবং কস্তুরবা নগরে একটি জনসভাতেও বিজেপির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল কেজরীবালের বিরুদ্ধে। যেখানে আপ প্রধান বলেন, “বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীরা আপনাদের কাছে টাকা নিয়ে আসছে? এলে আপনারা ফেরাবেন না। আমি জানি তাঁরা কম্বল ও চাল বিলোচ্ছেন। সব নেবেন। তবে পানীয় দিলে নেবেন না। মদ্যপান পরিবারকে ধ্বংস করে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন