গত ৩ বছরে পণের দাবিতে নিহত হয়েছেন ২৪ হাজার ৭৭১ বধূ। কেন্দ্রীয় শিশু ও নারী উন্নয়ন মন্ত্রী মেনকা গাঁধী এই রিপোর্ট জমা দেন লোকসভায়। এ ব্যাপারে প্রথম উত্তরপ্রদেশ। পরেই আছে বিহার ও মধ্যপ্রদেশ। মেনকা গাঁধীর কথায়, ‘‘এই হত্যা রুখতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ভাবছে কেন্দ্র।’’