বাজেটের টুকরো খবর

স্বচ্ছতার ডাক বাজেটেও। প্রধানমন্ত্রীর স্বপ্নের দুই প্রকল্প স্বচ্ছ ভারত ও গঙ্গা শোধন এগিয়ে নিয়ে যেতে নতুন দিশা দেখালেন অর্থমন্ত্রী। কোনও কর্পোরেট সংস্থা যদি তাদের কর্পোরেট-সামাজিক দায়িত্ব খাত থেকে গঙ্গা সাফাই বা স্বচ্ছ ভারত অভিযানে টাকা বরাদ্দ করে, সেই টাকার পুরোটাই (১০০%) পড়বে কর ছাড়ের আওতায়। এ দিন পরিবেশের পথে হেঁটে উন্নয়নের বার্তাও দিয়েছেন জেটলি।

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৫ ০৩:১৭
Share:

প্রাক্-হোলি। শনিবার বাজেট বক্তৃতায় ধানবাদের ইন্ডিয়ান স্কুল অব মাইনসকে আইআইটি-তে উন্নীত করার কথা

Advertisement

ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার পরেই আইএসএম ক্যাম্পাসে শুরু হয়ে যায় রঙের খেলা। ছবি: চন্দন পাল।

Advertisement

জোর স্বচ্ছতায়

স্বচ্ছতার ডাক বাজেটেও। প্রধানমন্ত্রীর স্বপ্নের দুই প্রকল্প স্বচ্ছ ভারত ও গঙ্গা শোধন এগিয়ে নিয়ে যেতে নতুন দিশা দেখালেন অর্থমন্ত্রী। কোনও কর্পোরেট সংস্থা যদি তাদের কর্পোরেট-সামাজিক দায়িত্ব খাত থেকে গঙ্গা সাফাই বা স্বচ্ছ ভারত অভিযানে টাকা বরাদ্দ করে, সেই টাকার পুরোটাই (১০০%) পড়বে কর ছাড়ের আওতায়। এ দিন পরিবেশের পথে হেঁটে উন্নয়নের বার্তাও দিয়েছেন জেটলি। পরিবেশ-বান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে তাই দ্বিগুণ করা হয়েছে কয়লার উপরে সেস। শিল্পে ব্যবহারের বাইরে অন্য প্লাস্টিক ব্যাগের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ১২ থেকে বাড়িয়ে করা হল ১৫%। নতুন অর্থবর্ষে বাড়ানো হয়েছে পুনর্ব্যবহার যোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রাও।

বসেই বাজেট পেশ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টানা প্রায় ১০০ মিনিট কথা বলেছেন। সংসদে বাজেট পেশের সময়ে ৬২ বছরের প্রবীণ এই নেতা দাঁড়িয়েই বলতে শুরু করেন। কিন্তু ২২ মিনিট পরে অসুবিধা বোধ করায় স্পিকার সুমিত্রা মহাজনের অনুমতি নিয়ে তিনি বসে পড়েন। গত কয়েক মাস ধরেই শরীর খুব ভাল যাচ্ছে না জেটলির। বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকলে তাঁর অসুবিধা হয়। শনিবার বাজেট পেশ শুরু করার ২০ মিনিট পরে জেটলিকে স্পিকার নিজেই বলেছিলেন, চাইলে বসে তিনি বাজেট পেশ করতে পারেন। অর্থমন্ত্রী স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রয়োজন হলে তিনি অনুমতি চাইবেন। তার দু’মিনিটের মধ্যেই অবশ্য জেটলি সেই অনুমতি চান। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী তাঁকে আসন ছেড়ে দিয়ে চতুর্থ সারিতে বসতে চলে যান।

ক্ষুব্ধ খড়্গে

বাজেটের মধ্যেই শব্দযুদ্ধ। জেটলি যখন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে আরও ৫০০০ কোটি টাকা বেশি দেওয়ার কথা ঘোষণা করছেন, তখনই সরকার পক্ষের মন্ত্রীদের সঙ্গে বিরোধীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই অতিরিক্ত বরাদ্দের কথা ঘোষণা করেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের উদ্দেশে জেটলির মন্তব্য: ‘উনি শুনে খুশি হবেন!’ যা শোনামাত্র খড়্গে পাল্টা মন্তব্য করার জন্য উঠে দাঁড়াচ্ছিলেন। তখনই বিজেপি সাংসদরা তাঁকে চেঁচিয়ে থামিয়ে দেন। জেটলির মন্তব্যে সাড়া দেওয়ার কথা জানিয়ে খড়্গে তাঁদের বলেন, “আপনাদের এত চিন্তা কীসের?”

যোগে গুরুত্ব

যোগাসনকে বিশেষ মর্যাদা দিতে চায় কেন্দ্র। তাই সেবামূলক কাজ হিসেবে যোগাসনের প্রচার করার কথা বলা হয়েছে এই বাজেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও যোগাসন নিয়ে দারুণ উৎসাহী। গত বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী বিশ্বনেতাদের ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার অনুরোধ জানান। জেটলি যখন সেবামূলক কাজ হিসেবে যোগাসনের প্রচার করার কথা ঘোষণা করছিলেন, প্রধানমন্ত্রীকে টেবিল চাপড়াতে দেখা যায়।

দশে দশ

ভাই অর্থমন্ত্রী। তাই বাজেট শুনতে লোকসভায় হাজির জেটলির দিদি মধু ভার্গব। শনিবার লোকসভার ভিজিটার্স গ্যালারিতে বসে ভাইকে বাজেট পেশ করতে দেখলেন তিনি। পরে দশে দশ নম্বর দিলেন ভাইকে। বাজেট পেশ করার পর অর্থমন্ত্রীর ঘরে গিয়েও তিনি বলেন, “ভাই সমাজের সবার কথা মাথায় রেখেছেন। তাই আমি খুশি।”

জেটলির শায়রি

বাজেট-বক্তৃতায় একটু খোলা হাওয়া আনতে দু-চার লাইন শায়রিও শোনালেন অর্থমন্ত্রী। শনিবার তিনি বক্তৃতা শুরুর কিছু ক্ষণের মধ্যেই বললেন, “কুছ তো ফুল খিলায়েঁ হামনে, অউর কুছ ফুল খিলানা হ্যায়/ মুশকিল ইয়ে হ্যায় বাগ মে অব তক কাঁটে কয়ি পুরানে হ্যায়...(কয়েকটি ফুল ফুটিয়েছি আমি। আরও কয়েকটি ফোটাতে হবে। মুশকিল এটাই যে বাগানে এখনও কিছু পুরনো কাঁটা রয়ে গিয়েছে)।”

বাজেট শুনতে: সংসদে বিজেপি সদস্য হেমা মালিনী। ছবি: পিটিআই।

দ্বিগুণ কয়লা-সেস

পরিবেশ-বান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে কয়লার উপরে সেস দ্বিগুণ করা হল। আগে যেখানে প্রতি মেট্রিক টন কয়লা কিনলে ১০০ টাকা সেস বসত, এখন সেখানে সেস হিসেবে দিতে হবে ২০০ টাকা। কোল ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, এর ফলে তাদের খরচ অন্তত ৫ হাজার কোটি টাকা বাড়বে। সংস্থার এক সূত্র জানাচ্ছে, এই সেস বাড়ানোর ফলে বাড়বে বিদ্যুতের দামও। তবে কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞ সংস্থা ডেলয়েটের সিনিয়র ডিরেক্টর দেবাশিস মিশ্র। তাঁর কথায়, “এই সেস বসানোর ফলে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বড়জোর ১০ থেকে ১২ পয়সা করে বাড়বে। তাতে গ্রাহকদের বিশেষ অসুবিধে হবে না। সরকারের এই পদক্ষেপের ফলে পরিবেশের উন্নতি হবে।”

লক্ষ্য কর্মসংস্থান

শুধু চাকরি-নির্ভর না হয়ে নতুন উদ্যোগপতিদের সুখবর শোনালেন অর্থমন্ত্রী জেটলি। ২০১৪-১৫ অর্থবর্ষে শুধু তথ্যপ্রযুক্তি শিল্প থেকেই সরকারের ঘরে ১১৯০০ কোটি ডলার রাজস্ব এসেছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সরাসরি যুক্ত ৪০ লক্ষ ভারতীয়। প্রযুক্তি ক্ষেত্রে নয়া উদ্যোগপতিদের উৎসাহ দিতে এ দিন বাজেটে হাজার কোটি টাকার তহবিল গড়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। স্টার্ট-আপ ব্যবসায় সব রকম সাহায্যের জন্য ‘সেল্ফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্যালেন্ট ইউটিলাইজেশন’ নামে এক ব্যবস্থার কথাও রয়েছে বাজেটে।

পণ্য পরিষেবা করের দিকে

পণ্য পরিষেবা করের দিকে অনেক দিনই হাপিত্যেশ করে তাকিয়ে রয়েছে শিল্পমহল। এই প্রথম তা নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে পণ্য পরিষেবা কর চালু করতে চায় সরকার। তারই অঙ্গ হিসেবে শিক্ষা সেস ও উচ্চশিক্ষা সেসকে কেন্দ্রীয় উৎপাদন শুল্কের অন্তর্গত করা হয়েছে। ফলে, উৎপাদন শুল্কের হার ১২.৩৬ শতাংশ থেকে ১২.৫ শতাংশ হচ্ছে। বেড়েছে পরিষেবা করের হারও। ।

ইপিএফ-বিকল্প

বাধ্যবাধকতা নয়, বিকল্পের উপহার। টাকা রাখার ক্ষেত্রে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ও নিউ পেনশন স্কিম এই দুই বিকল্পের মধ্যে যে কোনও একটা বেছে নিতে পারবেন কর্মীরা। তা ছাড়া, একটি নির্দিষ্ট অঙ্কের নীচে যাঁদের আয়, তাঁরা আদৌ ইপিএফে টাকা রাখবেন কি না, তাও ঠিক করবেন তাঁরা। তবে তা বলে নিয়োগকারী সংস্থার তরফে কর্মীদের ইপিএফে যে অর্থ দেওয়ার কথা, তার পরিমাণে হেরফের হবে না।

বাজেট ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

পর্যটনে প্রাণ

বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে ভারতে রয়েছে ২৫টি। কিন্তু সেগুলির সঠিক দেখভাল হয় না। তা মাথায় রেখেই বরাদ্দ হল অর্থ। সেই টাকায় গোয়ার পুরনো অংশের গির্জা ও কনভেন্ট, কর্নাটকের হাম্পি, মুম্বইয়ের এলিফ্যান্টা কেভ-এর মতো আরও কিছু ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণের কাজ হবে। পর্যটনকে আকর্ষণীয় করতে ‘ভিসা-অন-অ্যারাইভালের’ আওতাভুক্ত হবেন মোট ১৫০টি দেশের বাসিন্দা। এত দিন পর্যন্ত ভারতে পৌঁছনো মাত্র ভিসা পাওয়ার অধিকারী ছিলেন ৪৩টি দেশের বাসিন্দা।

নজরে কৃষি

বাজেটে ব্রাত্য নন চাষিরাও। প্রত্যেক কৃষক যাতে নির্বিঘ্নে সেচের কাজ করতে পারেন ও জলের পূর্ণ ব্যবহার করতে পারেন, তা সুনিশ্চিত করতে রয়েছে ‘প্রধানমন্ত্রী গ্রাম সঞ্চয় যোজনা’। ‘মাইক্রো-ইরিগেশন’-এর জন্য বরাদ্দ হল ৫৩০০ কোটি টাকা। ক্ষুদ্র ও মাঝারি চাষিরা যাতে সহজে ঋণ পান, তাই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের খাতে বরাদ্দ আরও ২৫০০০ কোটি।

খনি নিলাম

ন’মাসের মধ্যে কেন্দ্র তিনটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। তার মধ্যে একটি হল কয়লা খনি নিলাম। শনিবার বাজেট বক্তৃতায় এ কথা বললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, এর ফলে যে রাজ্যগুলিতে কয়লা খনি রয়েছে তাদের কয়েক লক্ষ কোটি টাকা লাভ হবে।

দামি বিমানযাত্রা

বিমানের বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে চাপতে চান। তা হলে এ বার পকেটের উপর চাপ বাড়বে আরও একটু বেশি। শনিবার বাজেট বক্তৃতায় পরিষেবা কর প্রায় ২ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

নজরে বাজেট: শহরের একটি দোকানে শনিবার রণজিৎ নন্দীর তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement