বিতর্কিত মন্তব্য করে শিরোনামে মহারাষ্ট্রের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী গিরিশ বাপট। শুক্রবার পুণের একটি ছাত্রসমাবেশে মন্ত্রী বলেন, ‘‘মোবাইলে রাতে তোমরা যে ভিডিও দেখ, তা আমরাও দেখি। ভেবো না যে আমরা বুড়ো হয়ে গিয়েছি। আমরা এখনও হৃদয়ে তরুণ।’’ গিরিশের এই মন্তব্যের ভিডিওটি ভাইরাল হয়েছে। অস্বস্তিতে পড়েছে বিজেপি। গিরিশের মন্তব্যের কড়া নিন্দা করেছে শিবসেনা এবং এনসিপি।