বোমা ফেটে আহত ৪ শিশু

ভোটগ্রহণ কেন্দ্রের কাছের একটি মাঠে বোমা ফেটে আহত হল চার শিশু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সরাইকেলার সুরবেরা গ্রামের একটি বুথের কাছে। এ দিন ঝাড়খণ্ডের পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ হল। পুলিশ জানিয়েছে, ওই বুথের সামনেই একটি খেলার মাঠ রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ০২:৫৪
Share:

ভোটগ্রহণ কেন্দ্রের কাছের একটি মাঠে বোমা ফেটে আহত হল চার শিশু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সরাইকেলার সুরবেরা গ্রামের একটি বুথের কাছে। এ দিন ঝাড়খণ্ডের পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ হল। পুলিশ জানিয়েছে, ওই বুথের সামনেই একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে ৮-৯ বছরের কয়েকজন শিশু ফুটবল খেলছিল। মাঠের পাশে একটি ঝোপে বোমা পড়েছিল। বল ভেবে সেটি কুড়োতে গেলে ফেটে যায়। চারজন শিশু জখম হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত শিশুদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রের কাছাকাছি বোমা কে বা কারা সেখানে ফেলে গিয়েছে, পুলিশ তার তদন্ত শুরু করেছে। তবে তৃতীয় দফার পঞ্চায়েত ভোট মোটের ওপর শান্তিপূর্ণই হয়েছে বলে জানিয়েছেন, ঝাড়খণ্ড পুলিশের এডিজি এস এন প্রধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement