একটি কলেজের অনুষ্ঠানে ব্রিটিশ আমলের অবিভক্ত ভারতের মানচিত্র টাঙানোয় বিতর্ক ছড়িয়েছে মরক্কোয়। মরক্কোর প্রধানমন্ত্রী আবদেল্লাহ বেনকিরানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সে দেশে গিয়েছেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। বুধবার একটি কলেজের অনুষ্ঠানে যান তিনি। সেখানে কলেজের বাইরে বিশাল হোর্ডিংয়ে অবিভক্ত ভারতের মানচিত্রটি চোখে পড়ে। বাংলাদেশ ও পাকিস্তানের মানচিত্র ভারতের সঙ্গে কেন জুড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।