মুলায়ম-লালুর পরিবার বন্ধনে মোদী, বচ্চন

বিয়ে নয়। প্রাক্-বিবাহ অনুষ্ঠান। আর তাতেই নিমন্ত্রিতের সংখ্যা এক লাখ। পাত্রের নাম তেজপ্রতাপ সিংহ যাদব। পাত্রী রাজলক্ষ্মী। প্রথম জন সম্পর্কে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি। আর দ্বিতীয় জন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দম্পতির কনিষ্ঠ কন্যা। এ হেন হাই-প্রোফাইল বিয়ের আগেই এক অনুষ্ঠানে তাই নিমন্ত্রিতদের তালিকায় থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নাম।

Advertisement

সংবাদ সংস্থা

এটাওয়া শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:২০
Share:

হবু জামাইয়ের সঙ্গে লালু। পাশে মুলায়ম।—ফাইল চিত্র।

বিয়ে নয়। প্রাক্-বিবাহ অনুষ্ঠান। আর তাতেই নিমন্ত্রিতের সংখ্যা এক লাখ। পাত্রের নাম তেজপ্রতাপ সিংহ যাদব। পাত্রী রাজলক্ষ্মী। প্রথম জন সম্পর্কে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি। আর দ্বিতীয় জন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দম্পতির কনিষ্ঠ কন্যা। এ হেন হাই-প্রোফাইল বিয়ের আগেই এক অনুষ্ঠানে তাই নিমন্ত্রিতদের তালিকায় থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নাম।

Advertisement

কয়েক সপ্তাহ আগে বেশ ঘটা করেই ঘোষণা করা হয়েছিল লালুপ্রসাদ আর রাবড়ি দেবীর ছোট মেয়ে রাজলক্ষ্মীর সঙ্গে মুলায়ম সিংহ যাদবের ভাইপোর ছেলে তেজপ্রতাপের বিয়ের কথা। তেজপ্রতাপ এক জন সাংসদ। মুলায়মেরই ছেড়ে দেওয়া মইনপুরি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন তেজপ্রতাপ। নয়াদিল্লিতে আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে রাজলক্ষ্মীর বিয়ে। কিন্তু তার আগে, আগামী শনিবার, ২১ তারিখ উত্তরপ্রদেশের সাইফাই গ্রামে বসছে প্রাক্ বিবাহের জমজমাট আসর। মুলায়মের পারিবারিক সূত্রে খবর, সেই অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা ইতিমধ্যেই এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোদী-অমিতাভ তো রয়েইছেন, আমন্ত্রিতদের মধ্যে বলিউডের এক ঝাঁক তারকাও আসার কথা। থাকবেন গায়ক-গায়িকারাও। তা ছাড়া ক্যাবিনেটের একাধিক মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলারাও শনিবার সাইফাই গ্রামে আসছেন।

সব মিলিয়ে গোটা উত্তরপ্রদেশ জুড়ে এখন সাজোসাজো রব। একটি সূত্র ইতিমধ্যেই জানিয়েছে, মোদী এবং অমিতাভ, দু’জনেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসপিজি) সদস্যরা ইতিমধ্যেই সাইফাই গ্রামের পরিস্থিতি দেখে এসেছেন। গ্রামের বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বিমান পরীক্ষামূলক ভাবে ওঠা-নামাও করেছে।

Advertisement

এত বড় অনুষ্ঠানের জন্য খাওয়া-দাওয়ারও এলাহি ব্যবস্থা থাকছে বলে সূত্রের খবর। নিমন্ত্রিতদের রসনা-তৃপ্তির লক্ষ্যে দেশের তাবড় রাঁধুনিরা ইতিমধ্যেই সাইফাই গ্রামে হাজির হয়েছেন। মেনুতে থাকছে গুজরাত, বিহার আর উত্তরপ্রদেশের নানা রকমের খাবার। এক দিকে যেমন থাকবে সারাটা (বিশেষ ধরনের টক রায়তা), বেদাই, দহি-কে-আলু, বাটি-চোখা, উলডা-পুরি, ছোলা-ভাতুরের মতো দেশি খাবার। অন্য দিকে, বলিউড তরকাদের কথা মাথায় রেখে বানানো হবে কন্টিনেন্টাল লো-ফ্যাট খাবারও। শেষ পাতে মিষ্টি-মুখের জন্য রাখা হচ্ছে ইমারতি, জিলিপি, ঠান্ডা রাবড়ি, সোহনহালুয়া, কুলফি এবং শুদ্ধ দেশি ঘিয়ে ভাজা মুগ ডালের হালুয়া।

প্রাক্ বিবাহেই এত হলে বিয়ের দিনের জন্য তা হলে কী ধরনের পরিকল্পনা রয়েছে? এ বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে দুই পরিবারই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন