মন্ত্রকের দায়িত্ব পেয়েই তত্‌পর স্মৃতি

অনেক কেন্দ্রীয় মন্ত্রীই এখনও ভাল করে মন্ত্রকের দায়িত্ব বুঝে উঠতে পারেননি। কিন্তু তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা বিতর্কে বিচলিত না-হয়ে মানবসম্পদ মন্ত্রকের দায়িত্ব নিয়েই দলের নির্বাচনী প্রতিশ্রুতি পালনে কোমর বেঁধে নেমে পড়েছেন স্মৃতি ইরানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০৩:০১
Share:

অনেক কেন্দ্রীয় মন্ত্রীই এখনও ভাল করে মন্ত্রকের দায়িত্ব বুঝে উঠতে পারেননি। কিন্তু তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা বিতর্কে বিচলিত না-হয়ে মানবসম্পদ মন্ত্রকের দায়িত্ব নিয়েই দলের নির্বাচনী প্রতিশ্রুতি পালনে কোমর বেঁধে নেমে পড়েছেন স্মৃতি ইরানি। দেশের বিভিন্ন গ্রন্থাগার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ডিজিটাল সংযোগ গড়ে তোলার পন্থা-প্রকরণ নিয়ে আজই মন্ত্রকের আমলাদের সঙ্গে বৈঠক করলেন ইরানি।

Advertisement

নির্বাচনী ইস্তাহারে শিক্ষা ক্ষেত্রে সংস্কারের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। ফলে প্রথম থেকেই সেই প্রতিশ্রুতি পালনে চাপ রয়েছে স্মৃতির উপর। তাই দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছেন স্মৃতি। মন্ত্রক জানিয়েছে, দায়িত্ব নিয়ে প্রথম বৈঠকেই স্মৃতি আইআইটি নেই এমন আটটি রাজ্যে ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার বিষয়ে জোর দেন। আলোচনা হয়েছে ইউজিসি-র পরিকাঠামো সংস্কার নিয়েও। আর আজ মন্ত্রকের শীর্ষ আমলাদের নিয়ে ই-লাইব্রেরি প্রকল্পের প্রাথমিক নক্সা তৈরিতে বৈঠকে বসেন স্মৃতি।

দেশের বিভিন্ন গ্রন্থাগারের মধ্যে ইন্টারনেট সংযোগ করার পরিকল্পনা নেওয়া ছিল গত সরকারের আমলেই। কিন্তু সেই কাজ বিশেষ এগোয়নি। এটি বিজেপিরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তাই আজ এ বিষয়ে বৈঠক ডাকেন স্মৃতি ইরানি। মন্ত্রক জানিয়েছে, এই ব্যবস্থা কার্যকর হলে দেশের যে কোনও প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনও গ্রন্থাগারের তথ্যভাণ্ডার ব্যবহার করা যাবে। এ ছাড়া একটি অডিও-ভিজুয়্যাল ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম গড়ে তোলারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। যেখানে ছাত্র ও শিক্ষক পারস্পরিক তথ্য আদানপ্রদান করতে পারবেন। তবে ওই প্রকল্পের অর্থ কোথা থেকে আসবে, তা এখনও চূড়ান্ত নয়। মন্ত্রক জানাচ্ছে, আসন্ন বাজেটে এই খাতে বরাদ্দ পেতে প্রথম থেকেই তত্‌পর হয়েছেন স্মৃতি। আইআইটি নির্মাণ, ই-লাইব্রেরি কিংবা হিমালয় সংক্রান্ত পড়াশুনোর জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে কেন্দ্র যাতে দরাজহস্ত হয়, তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন স্মৃতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন