সাংবাদিক জে দে খুনের মামলায় অভিযুক্ত ছোটা রাজনকে তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশ করা হল মহারাষ্ট্রের বিশেষ আদালতের সামনে। গত ২২ ডিসেম্বর তাঁকে পেশ করার পরোয়ানা জারি করা হয়। বিচারক পানসারে ও রাজনের মধ্যে কথা হয় মরাঠিতে। আগামী ১৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠন হবে। যদিও রাজনের তরফে কোনও আইনজীবী দাঁড়ায়নি বলে আদালতকে জানান রাজন।