BLO Protest at CEO office Outside

সিইও দফতর অভিযানের নামে সরকারি কাজে বাধা, জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের, মঙ্গলবারও বিক্ষোভ বিএলও-দের একাংশের

গত কয়েক দিন ধরেই দফায় দফায় সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যেরা। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার সিইও দফতর অভিযান করেন তাঁরা। সোমবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিইও দফতরের সামনে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:০২
Share:

সিইও অফিসের সোমবার সামনে বিএলও-দের একাংশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। — ফাইল চিত্র।

কলকাতায় রাজ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে বিক্ষোভের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এসআইআরের কাজ নিয়ে বার বার নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যেরা। গত কয়েক দিন ধরেই দফায় দফায় সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে তারা। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার সিইও দফতর অভিযান করেন তৃণমূলপন্থী সংগঠন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। তবে সোমবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিইও দফতরের সামনে। বিএলও-দের ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশের বাধা, ধস্তাধস্তি, কথা কাটাকাটি এবং শেষে ধরপাকড়! সোমবার এমনই নানা ছবি দেখা গিয়েছিল সিইও দফতরের বাইরে। বিক্ষোভকারীদের দাবি, বিএলও অ্যাপে বার বার সংযোজন হচ্ছে। ফলে কাজের চাপ বাড়ছে। বার বার কমিশনকে জানিয়েও লাভ হচ্ছে না। আর এসআইআরের কাজ করবে না বলেও আওয়াজ উঠছে জমায়েত থেকে।

সেই বিক্ষোভের ঘটনায় মঙ্গলবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পুলিশ। সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সরকারি কর্মীদের আঘাত, বেআইনি জমায়েত, সাধারণ মানুষের যাতায়াতে বাধার মতো নানা অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ছ’টি ধারায় মামলা করেছে পুলিশ।

Advertisement

অন্য দিকে, সোমবারের মতো মঙ্গলবারও সিইও দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ। মঙ্গলবারও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তাঁরা। পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। তবে পুলিশ কাউকে ব্যারিকেড ভেঙে এগোতে দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement