ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সলমন খান এবং শাহরুখ খানের বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। নয়াদিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশকে। শুক্রবার সেই অভিযোগ থেকে দিল্লি পুলিশ দু’জনকেই ক্লিনচিট দিয়েছে।