বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজের মঞ্চে রাহুল গাঁধীর অসহায় মুখের স্মৃতি এখনও ঝাপসা হয়নি। ছাত্রীরা তাঁর যুক্তি মানতে অস্বীকার করায় সপ্তাহ খানেক আগে দৃশ্যত বেকুব বনতে হয়েছিল কংগ্রেসের সহসভাপতিকে। এ বার সেই কলেজের ছাত্রীদেরই চিঠি লিখলেন রাহুল। সমাজের সব স্তরে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে এমন আলোচনা আবারও করতে চান।