রাহুলের মিছিলে বাজল বিসমিল্লা পরিবারের সানাই

বারাণসী থেকে নরেন্দ্র মোদীর মনোনয়নে প্রস্তাবক হতে রাজি করানো যায়নি প্রয়াত সানাইবাদক বিসমিল্লা খানের ভাই জামান হুসেনকে। তবে সেই খান পরিবারের সদস্যরাই আজ রাহুল গাঁধীর সৌজন্যে সানাই বাজালেন। এবং লোকসভা ভোটের প্রচার শেষ হয়ে যাওয়ার আগে আজ আরও একবার বারাণসীর রাস্তায় উপচে পড়ল মানুষের ভিড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৪ ০৩:২৭
Share:

বারাণসীতে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের সমর্থনে রাহুলের রোড শো। ছবি: পিটিআই

বারাণসী থেকে নরেন্দ্র মোদীর মনোনয়নে প্রস্তাবক হতে রাজি করানো যায়নি প্রয়াত সানাইবাদক বিসমিল্লা খানের ভাই জামান হুসেনকে। তবে সেই খান পরিবারের সদস্যরাই আজ রাহুল গাঁধীর সৌজন্যে সানাই বাজালেন। এবং লোকসভা ভোটের প্রচার শেষ হয়ে যাওয়ার আগে আজ আরও একবার বারাণসীর রাস্তায় উপচে পড়ল মানুষের ভিড়।

Advertisement

ক’দিন আগে রাহুল গাঁধীর নির্বাচন কেন্দ্র অমেঠীতে গিয়ে প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী। শুধু রাহুল নন, সে দিন গোটা গাঁধী পরিবারকে আক্রমণের নিশানা করেছিলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বস্তুত তারই পাল্টা হিসাবে আজ বারাণসীতে কংগ্রেসের প্রার্থী অজয় রাইয়ের সমর্থনে রোড শো করেন রাহুল গাঁধী। সকাল আটটায় শুরু হয় সেই রোড শো। চলে দুপুর ১টা পর্যন্ত। অনেকের মতে, সম্প্রতি বারাণসীতে নরেন্দ্র মোদীর সভায় যে উন্মাদনার ছবি ধরা পড়ে তার পুনরাবৃত্তি হয়েছে রাহুলের রোড-শোতেও।

তবে এরই মধ্যে বিতর্ক তৈরি হয় বিসমিল্লা খানের পরিবারকে ঘিরে। প্রশ্ন ওঠে তাহলে কি কংগ্রেসকেই সমর্থন জানাচ্ছে খান পরিবার? জবাবে আজ প্রয়াত সানাইবাদকের উত্তরসূরি আফেক হায়দর বলেন, “যদি নরেন্দ্র মোদী বা অরবিন্দ কেজরীবাল বলতেন, তাহলে ওঁদের জন্যও সানাই বাজিয়ে দিতাম। আমাদের সঙ্গীত বিকিয়ে যায়নি।” নরেন্দ্র মোদীর প্রস্তাবক হতে না চাওয়ার সময়েও বিসমিল্লার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, বিজেপি-র অনুষ্ঠানেও তাঁরা সানাই বাজিয়েছেন। কিন্তু বিসমিল্লার নাম তাঁরা রাজনীতির সঙ্গে জড়াতে রাজি নন।

Advertisement

তবে রাজনৈতিক শিবিরের নেতারা মনে করছেন, বিসমিল্লা খানের পরিবারকে রোড শো-তে নিয়ে এসে কংগ্রেস বারাণসীর ১৫ শতাংশ সংখ্যালঘু ভোটারকেই বার্তা দিতে চেয়েছে। কারণ কংগ্রেসের একাংশের আশঙ্কা, সংখ্যালঘু ভোটের কিছু অংশ এ বার অরবিন্দ কেজরীবাল টেনে নেবেন।

আজ বারাণসীতে মিছিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। তাতেও প্রায় মোদীর রোড-শো-এর মতোই ভিড় হয়েছিল বলে দাবি কিছু শিবিরের। পরে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উভয়েই দাবি করে, বারাণসীর স্থানীয় মানুষকে নিয়েই তাঁরা মিছিল করেছেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, সকাল সাতটায় বাইরে থেকে সমর্থক এনে মিছিল করা যায় না। রাহুলের রোড শো-তে স্থানীয় মানুষই ভিড় করেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে মায়াবতীও আজ বলেন, “মোদী বাইরে থেকে লোক এনে বারাণসীতে ভিড় করেছিলেন। বারাণসীর মানুষ তাঁর সঙ্গে নেই।”

মোদী-বিরোধিতায় সুর মিলে গিয়েছে তিন শিবিরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন