শাস্তি দুই আপ নেতাকে

ঝাড়ু মেরে দুর্নীতির দূর করার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল দল। লোকসভা ভোটের আগে সেই আম আদমি পার্টি (আপ)-র নেতাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলছেন কর্মীদের একাংশ! ভাবমূর্তি ধরে রাখতে তড়িঘড়ি দলের দুই অভিযুক্ত নেতাকে বহিষ্কার করল আপ নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ০৪:২৫
Share:

ঝাড়ু মেরে দুর্নীতির দূর করার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল দল। লোকসভা ভোটের আগে সেই আম আদমি পার্টি (আপ)-র নেতাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলছেন কর্মীদের একাংশ! ভাবমূর্তি ধরে রাখতে তড়িঘড়ি দলের দুই অভিযুক্ত নেতাকে বহিষ্কার করল আপ নেতৃত্ব।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের এক আপ-কর্মী রাজেশ কুমার অভিযোগ করেন, অবধ ও হরদোই এলাকার দুই নেতা-নেত্রী অরুণা সিংহ ও অশোক কুমার টাকার বিনিময়ে লোকসভার টিকিটের ব্যবস্থা করছেন। মিসরিখ আসন থেকে টিকিট চেয়েছিলেন রাজেশ। আপ শীর্ষ নেতৃত্বকে তিনি জানান, ওই দুই নেতা-নেত্রী টিকিটের বিনিময়ে তাঁর কাছে মোটা টাকা দাবি করেছেন। তাঁদের সঙ্গে কথাবার্তা রাজেশ টেপ করেও রাখেন, যা তিনি জমা দিয়েছেন আপ শীর্ষ নেতৃত্বের কাছে। বিষয়টি নিয়ে অরবিন্দ কেজরীবাল আজ বলেন, “অভিযোগের পক্ষে প্রমাণ জমা পড়েছিল। তা খতিয়ে দেখে সত্যতা পাওয়া গিয়েছে। ওই দুই ব্যক্তিকে তাই দল থেকে বহিষ্কার করা হচ্ছে।” এর আগে দিল্লির উত্তর-পশ্চিম কেন্দ্রে আপ প্রার্থী রাখি বিড়লার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। কেজরীবাল আজ বলেন, “রাখির বিরুদ্ধে অভিযোগটি ভিত্তিহীন। কোনও প্রমাণও পাওয়া যায়নি।” যদিও বিরোধীরা বলছেন, ওই দুই ছোট মাপের নেতাকে শাস্তি দিয়ে আসলে নিজের ঘনিষ্ঠ রাখিকে আড়াল করলেন অরবিন্দ কেজরীবাল।

দিল্লির পাশাপাশি হরিয়ানায় ভাল ফলের বিষয়ে আশাবাদী আপ নেতৃত্ব। ওই রাজ্যে নির্বাচনের দায়িত্বে রয়েছেন যোগেন্দ্র যাদব। গুড়গাঁও থেকে নির্বাচনে লড়ছেন যোগেন্দ্র। উত্তরপ্রদেশ-রাজস্থানের পর এ বার তাই হরিয়ানায় প্রচারে নামছেন কেজরীবাল। তিনি আজ বলেন, “২২ ও ২৩ মার্চ ফরিদাবাদ ও গুড়গাঁও কেন্দ্রে প্রচারে যাব আমি। এর পর ২৫ ও ২৬ মার্চ জনসভা রয়েছে বারাণসীতে।” নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি দাঁড়াবেন কি না, ২৫ মার্চ বারাণসীর জনসভা থেকেই তা ঘোষণা করবেন কেজরীবাল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন