ধৃত অধ্যক্ষ-শিক্ষক

স্কুলের লিফটে মৃত শিশু

তিন বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ক্ষোভ ফেটে পড়ল হায়দরাবাদের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে। এই ঘটনায় পুলিশ স্কুলের অধ্যক্ষ-সহ দু’জনকে গ্রেফতার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ০৩:১৩
Share:

তিন বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ক্ষোভ ফেটে পড়ল হায়দরাবাদের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে। এই ঘটনায় পুলিশ স্কুলের অধ্যক্ষ-সহ দু’জনকে গ্রেফতার করেছে।

Advertisement

মৃত ওই শিশুর নাম সইদা জৈনাব ফতিমা জাফর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এ দিন সকালে কয়েক জন খুদে পড়ুয়াকে নিয়ে স্কুলের লিফটে উঠেছিলেন এক শিক্ষক। সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। লিফটে ঢোকার সময়েই বন্ধ হতে থাকা দরজায় আটকে যায় খুদের মাথা। মাথায় মারাত্মক চোট লেগেই মৃত্যু হয় তার। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরও বেঁচে ছিল সইদা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করার পরে ময়নাতদন্ত করতে পাঠায়।

ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিক্ষুব্ধ অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও দায়ের করেছে সইদার পরিবার। এক পুলিশকর্তা জানান, বেসরকারি ওই স্কুলটিতে লিফট

Advertisement

লাগানোর অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এক জন শিক্ষকের উপস্থিতিতে এমন ঘটনা ঘটল কী ভাবে, তদন্ত হচ্ছে তা নিয়েও। ইতিমধ্যেই স্কুলের অধ্যক্ষ-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েক জনকে আটক করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement