সুষমার চেষ্টায় ঘরে ফেরা মা-মেয়ের

শ্বশুরবাড়িতে জায়গা হয়নি। তাই আট বছরের মেয়েকে নিয়ে জার্মানির শরণার্থী শিবিরেই আশ্রয় নিয়েছিলেন গুরপ্রীত নামের এক ভারতীয় মহিলা। এই কথা জানিয়ে সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। আর তা নজরে আসতেই তড়িঘড়ি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৮
Share:

শ্বশুরবাড়িতে জায়গা হয়নি। তাই আট বছরের মেয়েকে নিয়ে জার্মানির শরণার্থী শিবিরেই আশ্রয় নিয়েছিলেন গুরপ্রীত নামের এক ভারতীয় মহিলা। এই কথা জানিয়ে সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। আর তা নজরে আসতেই তড়িঘড়ি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

সুষমা গত কাল টুইটারে জানিয়েছেন, ‘‘শরণার্থী শিবির থেকে আমরা গুরপ্রীত এবং ওঁর মেয়েকে ফ্র্যাঙ্কফুর্টে আমাদের কনস্যুলেটে নিয়ে এসেছি।’’ ফরিদাবাদের বাসিন্দা গুরপ্রীতের অভিযোগ, তাঁকে এক প্রকার জোর করে এবং অন্যায় ভাবে জার্মানি নিয়ে গিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। মেয়ে-মা দু’জনেই ভারতে ফিরতে চাইলেও মেলেনি সেই অনুমতি। অবশেষে ঠাঁই পেয়েছিলেন শরণার্থী শিবিরে। অগত্যা ভারত সরকারের কাছে সাহায্য চেয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন গুরপ্রীত। আর সেই ভিডিওটিই নজরে আসে সুষমার।

এক মুহূর্তও সময় নষ্ট করেননি বিদেশমন্ত্রী। ফ্রাঙ্কফুর্টে ভারতীয় কনস্যুলেটে যোগাযোগ করেন তিনি। এবং তাঁর তত্ত্বাবধানেই শরণার্থী শিবির থেকে উদ্ধার করে আনা হয় গুরপ্রীত ও তাঁর মেয়েকে। জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত গুরজিৎ সিংহ এবং ফ্রাঙ্কফুর্টের কনসাল জেনারেল রাভেশ কুমারকে সাধুবাদ জানিয়ে টুইট করেন সুষমা। গুরপ্রীত যে ভারতীয় কনস্যুলেটে সুস্থ আছেন— সে খবর পৌঁছে দিতে গত কাল তাঁদের একটি ছবিও পোস্ট করেন সুষমা। অবশেষে সব সমস্যা কাটিয়ে বৃহস্পতিবারই দেশে হাসি মুখে ঘরে ফিরল মা ও মেয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement