সাহায্য চাইতে অধ্যক্ষের কাছে যায় আততায়ী পড়ুয়া

দিন কয়েক আগে গুমলার কার্তিক ওঁরাও কলেজের ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছিল বি এ পড়ুয়া রাকেশ কুজুরকে। ফের ছাত্রাবাসে ফেরার অনুমতি পেতে কলেজের অধ্যক্ষ শশীভূষণের কাছে গিয়েছিল সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০৩:৩২
Share:

দিন কয়েক আগে গুমলার কার্তিক ওঁরাও কলেজের ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছিল বি এ পড়ুয়া রাকেশ কুজুরকে। ফের ছাত্রাবাসে ফেরার অনুমতি পেতে কলেজের অধ্যক্ষ শশীভূষণের কাছে গিয়েছিল সে। কিন্তু শশীভূষণ তাঁকে জানিয়ে দেন, এতে তিনি কিছু করতে পারবেন না। সেই রাগেই রাকেশ শশীভূষণের অফিসে ঢুকে ভোজালি দিয়ে তাঁর গলায় কোপ মেরে খুন করে। রাকেশকে জেরা করে এ কথা জেনেছে পুলিশ। গুমলার এস পি ভীমসেন টুটি বলেন, ‘‘ওই কলেজের ছাত্রাবাস চালায় রাজ্য সরকারের সমাজকল্যাণ দফতর। সেখানে আবাসিক ছাত্রদের ইন-চার্জ ছিল রাকেশ। তাঁর বিরুদ্ধে ১০ হাজার টাকা তছরূপের অভিযোগ ওঠে। তার জেরে তাঁকে বহিষ্কার করা হয়। ছাত্রাবাসটি সমাজকল্যাণ দফতরের অধীনে থাকায় কলেজ কর্তৃপক্ষের কিছু করার ছিল না।’’

Advertisement

অধ্যক্ষ সাহায্য না করায় রাকেশ তাঁকে খুন করে বসবে, তা কেউ ভাবতে পারেনি। পুলিশ জানায়, গুমলার হুরহুরিয়া গ্রামের বাসিন্দা রাকেশ দরিদ্র পরিবারের ছেলে। তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের রের্কড পুলিশের খাতায় ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement