ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার প্রথম মুম্বইয়ের এক আদালতে সাক্ষ্য দিতে চলেছেন ডেভিড কোলম্যান হেডলি। ২৬/১১-র জঙ্গি হামলার ঘটনায় পাক-মার্কিন এই লস্কর ই তইবা জঙ্গিকে আগেই রাজসাক্ষী ঘোষণা করেছে আদালত। হেডলির সাক্ষ্য. দেওয়ার প্রসঙ্গে রবিবার সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম বলেন, ‘‘ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম কোনও ‘বিদেশি জঙ্গি’ ভারতের আদালতে সাক্ষ্য দিতে চলেছেন।’’