স্বাস্থ্যের কারণেই চুমু খাওয়া প্রয়োজন

হৃদয়ের চোরাকুঠুরিতে ভালবাসার গন্ধ যাঁরা পেয়েছেন তাঁদের কাছে চুম্বনের চমৎকারি নিয়ে বিশদে বলার প্রয়োজন নেই। আর যাঁরা সে স্বাদে বঞ্চিত তাঁরাও কল্পনা সুখে বঞ্চিত নন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১১:১০
Share:

হৃদয়ের চোরাকুঠুরিতে ভালবাসার গন্ধ যাঁরা পেয়েছেন তাঁদের কাছে চুম্বনের চমৎকারিত্ব নিয়ে বিশদে বলার প্রয়োজন নেই। আর যাঁরা সে স্বাদ পাননি তাঁরাও কল্পনা সুখে বঞ্চিত নন। তাই চুমুর তুলনা হতে পারে শুধু চুমুই। ভালবাসা, ভাল লাগা, প্রেম, বিচ্ছেদ, বিষাদ সবটা মাখামাখি করে পড়ে থাকে সে। চুমুর দুনিয়া ছাড়া প্রেম প্রেম রাজত্বটাই যেন এক নিমেষে মিথ্যে। আর বিশেষজ্ঞরা বলছেন, শুধু মন দেওয়া নেওয়াই নয়, চুমুর মধ্যে লুকিয়ে রয়েছে আরও বেশ কিছু গুণ।

Advertisement

আরও পড়ুন: চুমু নিয়ে চমকে দেওয়া ১০ কথা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement