বাগান করতে কী করবেন, আর কী করবেন না

লক্ষ্যের পিছনে শুধুই ছুটছেন সারা দিন। আশেপাশের কাঠখোট্টা প্রাণহীন কংক্রিটের জঙ্গল আর নিয়ন আলোর রোশনাই হয়তো আপনার চোখকে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু ভাবুন তো সারা দিন কাজের পর ফিরে এলেন বাড়িতে। ছোট্ট ছিমছাম বাড়িটির গায়েই আলগা লেগে রয়েছে একফালি সবুজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৭:৫৯
Share:

আগাছা সরান: দেখাশোনায় একটু ঢিলেমি হলেই আগাছা নষ্ট করে দেবে আপনার সাধের বাগানকে। তবে যদি একটু নুন ছিটিয়ে দেন তবে শামুকও আসবে না আর আগাছাও জন্মাবে না বাগানে।

লক্ষ্যের পিছনে শুধুই ছুটছেন সারা দিন। আশেপাশের কাঠখোট্টা প্রাণহীন কংক্রিটের জঙ্গল আর নিয়ন আলোর রোশনাই হয়তো আপনার চোখকে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু ভাবুন তো সারা দিন কাজের পর ফিরে এলেন বাড়িতে। ছোট্ট ছিমছাম বাড়িটির গায়েই আলগা লেগে রয়েছে একফালি সবুজ। কখনও তা হাওয়ায় দুলে আদরের প্রলেপ দিচ্ছে আপনার মনে, কখনও বা বৃষ্টিস্নাত হয়ে প্রচণ্ড সবুজে চিরনবীন করছে আপনার মনকে। বিকেলে চা খেতে খেতে চোখের সামনের এক ফোঁটা সবুজ-হলুদ-গোলাপি-বেগুনি চোখের নিমেষে সারা দিনের ক্লান্তিকে প্রজাপতির ডানায় চাপিয়ে পাঠিয়ে দিয়েছে দূরদেশে। এমন হলে কিন্তু মন্দ হয় না। কিন্তু কী ভাবে পাবেন এমন মোহময়ী রংবেরঙের সুন্দর বাগান? গ্যালারি দিল তেমনই কিছু টিপস।

Advertisement

আরও পড়ুন: খেতে ভালবাসেন? তা হলে এই ডেটিং টিপস শুধুমাত্র আপনার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন