আপনার কি খুব ভুলো মন? বন্ধুদের বার্থডে মনে থাকে না, হঠাত্ হঠাত্ চেনা লোকদের নাম ভুলে যান, যেখানে সেখানে ছাতা, চাবি ভুলে ফেলে চলে আসেন? প্রায়ই আপনাকে বন্ধু, আত্মীয়রা ইয়ার্কি মেরে ব্রেনোলিয়া খাওয়ার পরামর্শ দেন? এই সমস্যা আপনার একার নয়। এই সব ভুল প্রায় সকলেই করে থাকেন। জেনে এমনই ১০ ভুল যা প্রায় সকলেই করে থাকি।
আরও পড়ুন: ভাতঘুম দিতে ভালবাসেন? জেনে নিন এর ৭ উপকারিতা