Lifestyle News

দোল খেলার জন্য নিজেকে তৈরি করে নিন এ ভাবে

আর কয়েক দিন। দোল খেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। কাদের সঙ্গে খেলবেন, কোথায় খেলবেন, কী খাবেন ওই দিন সব প্ল্যান হয়ে গিয়েছে। এই দিনটা চুটিয়ে উপভোগ করতে হলে কিন্তু একটু সাবধান থাকতে হবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৩
Share:
০১ ১২

দোল খেলতে যাওয়ার আগে সারা গায়ে ভাল করে নারকেল তেল মেখে নিন। এতে পরে রং তুলতে সুবিধা হবে।

০২ ১২

রোদে দোল খেলবেন। তাই নারকেল তেল লাগানোর পর সারা শরীরে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।<br> সান্স্ক্রিন যেন জেলবেসড, ওয়াটারপ্রুফ হয়। যাতে জল দিয়ে দোল খেললেও ধুয়ে না যায়।

Advertisement
০৩ ১২

চুল ভাল করে শ্যাম্পু করে নিন। নোংরা থাকলে আরও বেশি রং বসে যাবে।<br> তারপর পরিষ্কার চুলে ভাল করে নারকেল তেল লাগিয়ে নিন।

০৪ ১২

চুল রঙের হাত থেকে বাঁচাতে মাথায় স্কার্ফ বা ব্যান্ডানা পরে নিন।<br> দোল খেলার রঙিন পরচুলাও পাওয়া যায়। কিনে পরে নিতে পারেন।

০৫ ১২

যদি আপনি লেন্স পরেন তাহলে খেলার আগে খুলে নিন।

০৬ ১২

দোল খেলতে খেলতে দাঁতে রং লেগে গেলে পেটে রং গিয়ে পেট খারাপ হতে পারে। তাই ডেন্টাল ক্যাপ পরে নিন।

০৭ ১২

নখ রঙের হাত থেকে বাঁচাতে ঘন করে গাঢ় রঙের নেল পলিশ লাগিয়ে নিন।

০৮ ১২

দোল খেলার সময় যতটা সম্ভভ ঢাকা পোশাক পরার চেষ্টা করুন।

০৯ ১২

যদি শরীরের কোনও অংশে কাটা, ছেঁড়া থাকে তাহলে দোল খেলার আগে ব্যান্ড এইড লাগিয়ে নিন।

১০ ১২

চোখ বাঁচাতে চশমা বা সানগ্লাস পরে নিন।

১১ ১২

যদি খেলতে খেলতে চোখে রং চলে গিয়ে জ্বালা করে তাহলে সঙ্গে সঙ্গে চোখে বার বার ঠান্ডা জলের ঝাপটা দিন।

১২ ১২

চেষ্টা করুন হার্বাল রং ও আবির ব্যবহার করতে। যত কম রাসায়নিকযুক্ত রং ব্যবহার করবেন তত কম ক্ষতি হবে ত্বকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement