বেশির ভাগ সময় বন্ধু হন সমবয়সীরা। তাঁদের সঙ্গে আমাদের মনের মিলও হয় বেশি। আমাদের সমস্ত গোপন কথা, মজা, দুষ্টুমির সঙ্গী হয় তারা। কিন্তু জানেন কি সমবয়সী নয়, আসলে বয়সে বড়দের সঙ্গে বন্ধুত্ব করাই ভাল। সকলে না হলেও অন্তত একজন খুব ভাল বড় বন্ধু থাকা বেশ লাভজনকও। কেন জানেন? ঠিক কী কী কারণে বয়সে বড়দের সঙ্গেই বন্ধুত্ব পাতাবেন জেনে নিন সঙ্গের গ্যালারি থেকে।
আরও পড়ুন: ছোট বোন হওয়ার একগুচ্ছ সুবিধে