Tomato for Healthy Looking Skin

টম্যাটো দিয়ে উজ্জ্বল হতে পারে ত্বকের রং, কী ভাবে ব্যবহার করবেন?

সারা বছরই বাজারে পাওয়া যায় টম্যাটো। তাতে লাইকোপেন নামের অ্যান্টি অক্সিড্যান্টস রয়েছে। যা ত্বক থেকে মৃতকোষ দূর করে তো বটেই, পাশাপাশি সূর্যের রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা-ও মেরামত করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:৫৯
Share:

টম্যাটোয় ত্বকের ভোলবদল! ছবি : সংগৃহীত।

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের রং উজ্জ্বল করতে চাইলে টম্যাটো কাজে লাগতে পারে।

Advertisement

সারা বছরই বাজারে পাওয়া এই ফলে রয়েছে ভিটামিন এ, সি এবং কে। এ ছাড়া রয়েছে লাইকোপেন নামের অ্যান্টি অক্সিড্যান্টস। যা ত্বক থেকে মৃতকোষ দূর করে তো বটেই, পাশাপাশি সূর্যের রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা-ও মেরামত করে। টম্যাটো দিয়ে তেমনই তিন ঘরোয়া প্যাকের সন্ধান রইল।

টম্যাটোয় রয়েছে লাইকোপেন নামের অ্যান্টি অক্সিড্যান্টস। —ফাইল চিত্র।

১। মধু এবং টম্যাটো

Advertisement

দুই টেবিল চামচ টম্যাটোর পিউরির সঙ্গে মিশিয়ে নিন ১ চা-চামচ মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন মিনিট ১৫। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।

২। অ্যালোভেরা এবং টম্যাটো

১ টেবিল চামচ টম্যাটোর পিউরির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ভাল ভাবে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে দিন। তার পরে জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

ভিটামিন এ, সি এবং কে। —ফাইল চিত্র।

৩। টম্যাটো এবং অলিভ অয়েল

সম পরিমাণে টম্যাটোর পিউরি এবং অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তার পরে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে নরমও রাখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement