Beauty Tech Gadgets

ভ্রু ছাপা থেকে মুখের পেশি টানটান করা, প্রযুক্তির ছোঁয়ায় তৈরি ৩ যন্ত্র, ঘরে বসেই রূপচর্চা করতে পারবেন

রূপচর্চার জন্য এমন কিছু যন্ত্র বাজারে এসেছে, যার সাহায্যে ঘরে বসেই ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়। বাড়িতে বসে রূপচর্চাকে অনেকটাই পেশাদার স্তরে নিয়ে যাওয়া যেতে পারে। রইল সেই তিন যন্ত্রের খুঁটিন

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৪
Share:

প্রযুক্তিনির্ভর যন্ত্র দিয়ে রূপচর্চা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রূপচর্চা এখন আর শুধু ক্রিম, লোশন বা মেকআপে আটকে নেই। দৈনন্দিন জীবনের ছোট থেকে ছোট কাজে প্রযুক্তির প্রভাব থাকলে, সাজের জগৎ পিছিয়ে থাকবে কেন? প্রযুক্তির ছোঁয়ায় আরও আধুনিক হয়ে উঠছে প্রসাধনী। রূপচর্চার জন্য এমন কিছু যন্ত্র বাজারে এসেছে, যার সাহায্যে ঘরে বসেই ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়। বাড়িতে বসে রূপচর্চাকে অনেকটাই পেশাদার স্তরে নিয়ে যাওয়া যেতে পারে। এই ধরনের নতুন যন্ত্রগুলি সৌন্দর্য জগতের অন্দরমহলে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এখানে এমনই তিনটি আধুনিক যন্ত্রের কথা বলা হল। রূপচর্চা নিয়ে আগ্রহী হলে আপনিও পরখ করে দেখতে পারেন।

Advertisement

১. মিনি টোনিং ডিভাইস

মিনি টোনিং ডিভাইস। ছবি: সংগৃহীত।

এই যন্ত্র মাইক্রোকারেন্ট প্রযুক্তি দিয়ে চলে। মুখের পেশিতে হালকা কম্পন বা বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে। এতে মুখের পেশি কিছুটা টানটান হয়, চাম়ড়া ঝুলে পড়ার প্রবণতা কমে। বয়সের ছাপ পড়তে শুরু করলে অনেকেই এই যন্ত্র ব্যবহার করে ভাল ফল পান। কনট্যুরিংয়ের কাজও হয়ে যায় এই যন্ত্রে। বলিরেখা, মুখফোলা, ইত্যাদি কমিয়ে দিতে পারে এটি।

Advertisement

২. হিটেড আইল্যাশ কার্লার

হিটেড আইল্যাশ কার্লার। ছবি: সংগৃহীত।

চোখের পলক বেঁকিয়ে উপরে তুলে আরও স্পষ্ট করে তুলতে কেউ মাস্কারা ব্যবহার করেন, কেউ আবার আইল্যাশ কার্লার দিয়ে হালকা চাপ দিয়ে বেঁকিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হল, অনেক ক্ষেত্রে পলকগুলি বেশি ক্ষণ এমন অবস্থায় থাকতে চায় না। তাই আবিষ্কার করা হয়েছে ব্যাটারি-চালিত উষ্ণ কার্লার। হালকা উত্তাপে পলককে বেঁকিয়ে ধরলে তা অনেক ক্ষণ পর্যন্ত সে ভাবে থাকে। যাঁদের পলক সোজা বা নীচের দিকে ঝুলে থাকে, তাঁদের চোখকে আরও স্পষ্ট ও সতেজ দেখাতে এই যন্ত্র বেশ কাজে আসে।

৩. আইব্রো প্রিন্টার

আইব্রো প্রিন্টার। ছবি: সংগৃহীত।

অনেকেই তাঁদের ভ্রুয়ের আকার নিয়ে সন্তুষ্ট নন। কারও মোটা ভ্রু চাই, কারও আরও পাতলা। কারও চাই অর্ধগোলাকার, কারও বা ছুঁচোলো। কিন্তু প্রাকৃতিক ভাবে তেমন ভ্রু পাওয়া সম্ভব নয়। তাই মেকআপ দিয়ে অনেকে পছন্দমতো ভ্রু এঁকে নেন। তবে এই যন্ত্রটি মুখের গড়নের সঙ্গে মানানসই ভ্রু তৈরি করে দিতে পারে। মুখের আকারের সঙ্গে মিলিয়ে ভ্রুর আকার নির্ধারণ করে একটি অ্যাপের মাধ্যমে। তার পর অল্প সময়ের মধ্যেই পরিপাটি ভ্রু ছাপা হয়ে যায়। সাময়িক ট্যাটু যে ভাবে আঁকা হয়, অনেকটা সে রকম এর কৌশল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement