Indian Rupees Valuable

ভ্রমণে চলুন এমন ৫ দেশে, যেখানে ভারতের ১টাকা মানে সেখানকার এক রাশ ‘টাকা’

পকেট বাঁচিয়ে বিদেশ ভ্রমণ করতে হলে বেছে নিন এমন দেশ, যেখানে ভারতীয় মুদ্রার মূল্য বেশি। জেনে নিন এমন পাঁচ দেশের কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১০:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

কম খরচে বিদেশ ঘুরবেন? উপায় বাতলাতে গিয়ে কেউ বলবেন, সস্তার ঘর খুঁজতে। কেউ পরামর্শ দেবেন গণপরিবহণে ঘুরে বেড়াতে। কেউ বলবেন, দল বেঁধে যেতে। তাতেও খরচ কমবে। এর কোনওটাই ভুল নয়। তবে তুলনামূলক কম খরচে ঘুরতে পারবেন, এমন দেশে গেলে যেখানে ভারতীয় মুদ্রার মূল্য অনেক বেশি। মানে এমন কোনও দেশ, যেখানে গেলে ১ টাকা দিলে সেই দেশের মুদ্রায় অঙ্কটা হবে ২৯৩ । ধরুন, সে দেশে চা খাবেন। এক কাপ চায়ের দাম ১০০০ ডং। আপনি চারটি টাকা খরচ করলেই এক কাপ চা হয়ে যাবে। বিষয়টি আরও একটু খোলসা করা যাক। এক আমেরিকান ডলারের মূল্য ভারতীয় মুদ্রায় ৮০ টাকা বা তার চেয়ে একটু বেশি। সেই দেশের বাসিন্দা ভারতে এসে এক কাপ চা খেতে চাইলে তাঁকে এক ডলারও খরচ করতে হবে না। নিজের দেশে হয়তো এক কাপ চা খেতে তাঁর ৪ বা ৫ ডলার লাগত, সেটাই ভারতে ১ ডলারের চেয়ে কম হবে। অর্থাৎ তিনি অনেক সস্তায় এই দেশে ঘুরতে পারবেন।

Advertisement

ঠিক তেমনই এমন অনেক দেশ আছে যেখানে ভারতীয় মুদ্রার মূল্য অনেক বেশি। স্বাভাবিক ভাবে সেই সব দেশে ভ্রমণের পরিকল্পনা করলে কম খরচে ভাল ভাবে ঘোরা সম্ভব।

ভিয়েতনাম: পাহাড়ি ধাপে বিস্তৃত ধান চাষের ক্ষেত্র, সাগর-পাহাড়ের মেলবন্ধন, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ভাসমান বাজার— সব মিলিয়ে পর্যটক মহলে ভিয়েতনামের আকর্ষণ নেহাত কম নয়। হা লং বে— এখানকার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অসংখ্য মন্দির, স্থাপত্য, ভাস্কর্য নিয়েই এই দেশ। এই দেশের মুদ্রাকে বলা হয় ডং। ভারতের ১টাকা ভিয়েতনামের প্রায় ২৯৫ ডংয়ের সমতুল্য। এই অঙ্ক কখনও সামান্য কমে-বাড়ে। যেমন ধরুন সে দেশে এক কাপ চায়ের দাম ৩০০০ থেকে ৫০০০ ডং হলে ভারতীয় মুদ্রায় খরচ পড়বে ১০-১৫ টাকা। ফলে হাতে হাজার ৫০ টাকা থাকলে আর ঠিক করে পরিকল্পনা করলে এই দেশে ঘোরা বিশেষ কঠিন হবে না। ভিয়েতনামের উল্লেখযোগ্য জায়গা হল হ্যানয়, হো চি মিন সিটি, হা লং বে, সাপা, হই আন।

Advertisement

পুরনো মন্দির, তার অপূর্ব ভাস্কর্য এই স্থানকে দেশের বাকি প্রান্তের চেয়ে আলাদা রয়েছে। ছবি: সংগৃহীত।

লাওস: গহীন অরণ্য, সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলরাশি, পাহাড়ের মাথায় মন্দির— যে সব ছবি ক্যালেন্ডারের পাতায় আমরা দেখি, ঠিক সেটিই প্রত্যক্ষ করা যায় লাওসের লুয়াং প্রাবাংয়ে গেলে। পুরনো মন্দির, তার অপূর্ব ভাস্কর্য এই স্থানকে দেশের বাকি প্রান্তের চেয়ে আলাদা রয়েছে। লুয়াং প্রাবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এই দেশ যদি পছন্দের তালিকায় থাকে, তা হলেও পকেট বাঁচিয়ে ঘোরা সম্ভব। লাওসের মুদ্রা কিপ। ভারতের ১ টাকা দিলে পাওয়া যাবে সে দেশের ২৫০ কিপ।

কম্বোডিয়া: ইতিহাসের বইতে পড়া আঙ্কোর ভাট, আঙ্কোর থাম মন্দির দেখতে চান? তবে চলুন কম্বোডিয়া। ভারতীয় ১টাকায় কম্বোডিয়ার মুদ্রা ৪৯ রিয়েল পাওয়া যায়। ফলে এই দেশে ঘোরাও অতিরিক্ত খরচসাপেক্ষ নয়। সৈকত, মন্দির, ইতিহাস, সংস্কৃতির টানেই এ দেশে ঘোরা যায়। ঐতিহাসিক স্থানের মধ্যে ঘুরে নেওয়া আঙ্কোর ভাট ছাড়াও ঘুরে নেওয়া যায় তুওল স্লেং জেনোসাইড মিউজ়িয়াম। সৈকতের মধ্যে জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্স বিচ, অট্রেস বিচ।

ইন্দোনেশিয়া: বালি, জাকার্তা এ দেশের খুব জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ভারতের ১ টাকা ইন্দোনেশিয়ার ১৯১ রুপাইয়ার সমান। মন্দির, সাগর, চোখ জুড়ানো প্রকৃতি, পাহাড়, ধানক্ষেত— সব মিলিয়েই এই দেশের সৌন্দর্য। ভারত থেকে যে সমস্ত দেশে বেড়াতে যাওয়ার চল বেশি, তার মধ্যে ইন্দোনেশিয়া একটি। উলুয়াতু মন্দির, কুটা সৈকত, উবুদ, নুসা পেনিদা এই দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

উজ়বেকিস্তান: মধ্য এশিয়ার এই দেশটিতে এখন বেড়াতে যাচ্ছেন অনেক ভারতীয়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানকার স্থাপত্য, ভাস্কর্যও প্রশংসনী। দেশ জুড়ে ছড়িয়ে ঐতিহাসিক সৌধ। সমরকন্দ, খিভা, বুখারায় ঘুরতে আসেন পর্যটকেরা। সমরকন্দে আছে গর-ই-আমির মুসোলিয়াম, শাহ-ই-জ়িন্দা। খিভায় রয়েছে বহু পুরনো রেশমপথের জনপদ। এ দেশের মুদ্রা সোম। ভারতীয় ১ টাকায় এই দেশের ১৪৬ সোম মেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement