Triplets in MP

৬২ বছর বয়সে তিন সন্তানের বাবা হলেন প্রৌঢ়! প্রত্যাশা ছিল না, জানালেন নিজেই

মধ্যপ্রদেশের সাতনা জেলার বাসিন্দা ৬২ বছর বয়সি গোবিন্দ খুশওয়াহার স্ত্রী হিরাবাঈ খুশওয়াহার বয়স ৩০ বছর। ১৩ জুন হিরাবাঈ তিন সন্তানের জন্ম দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভোপাল শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১৬:১৫
Share:

প্রতীকী। ছবি: সংগৃহীত

৬২ বছর বয়সে একসঙ্গে তিন সন্তানের বাবা হলেন মধ্যপ্রদেশের এক প্রৌঢ়। সাতনা জেলার বাসিন্দা গোবিন্দ খুশওয়াহার স্ত্রী হিরাবাঈ খুশওয়াহার বয়স ৩০ বছর। ১৩ জুন হিরাবাঈ তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন শিশুর জন্মের খবর শুনে আনন্দে আত্মহারা গোবিন্দ।

Advertisement

নির্দিষ্ট সময়ের আগে জন্ম হয়েছে। তাই তিন শিশুর শারীরিক অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তাদের নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিকু) ভর্তি করা হয়েছে। গোবিন্দ বলেন, ‘‘আমার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর বয়স ৬০ বছর। ও আমার এক ছেলের মা। ১৮ বছর বয়সে এক দুর্ঘটনায় আমার বড় ছেলের মৃত্যু হয়েছে। আমার স্ত্রী নিজে থেকেই আমাকে দ্বিতীয় বিয়ে করার কথা বলে।’’

স্ত্রী হিরাবাঈ খুশওয়াহার সঙ্গে হাসপাতালে গোবিন্দ খুশওয়াহার। ছবি: সংগৃহীত

প্রথম স্ত্রী কস্তুরীবাঈয়ের ইচ্ছাতেই আবার বিয়ে করেন গোবিন্দ। ছ’বছর আগে হিরাবাঈয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের ছ’বছর পরে যখন সন্তান জন্ম দেওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন গোবিন্দ, তখনই সুখবর আসে তাঁর কাছে। গোবিন্দ বলেন, ‘‘বাবা হওয়ার আশা আমি ছেড়ে দিয়েছিলাম। এক সন্তানের মৃত্যুর পর মনে হয়েছিল, আর একটি সন্তান নেওয়া যেতে পারে। তাই বিয়ে করি। তবে তিন-তিনটি সন্তান আসবে আমার জীবনে, তা ভাবতেই পারিনি। ওরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন