Relationship

প্রাক্তনকে ভুলতে আদরপুতুলকে সঙ্গী করলেন প্রৌঢ়! আজব শখ দেখিয়েই বাড়ালেন অনুরাগীর সংখ্যা

২০২১ সালে একাকিত্ব কাটাতে অনলাইনেই আদরপুতুল করিনাকে কিনেছিলেন রড। বছর চুয়ান্নর রডের মতে, এর আগে আদরপুতুল সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮
Share:

২০২১ সালে একাকিত্ব কাটাতে অনলাইনেই আদরপুতুল করিনাকে কিনেছিলেন রড। ছবি: সংগৃহীত।

বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পর আর কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছিলেন না রড। মনের ইচ্ছে না থাকলেও শরীরের ইচ্ছে তো থেকেই যায়! তবে কোনও মেয়েকে আর জীবনে চাইছিলেন না দক্ষিণ ওয়েলসের বাসিন্দা রড। মুশকিল আসান করতে আদরপুতুলকেই বান্ধবী করার সিদ্ধান্ত নিলেন তিনি। ২০৬৪ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা) দিয়ে এক আদরপুতুল কিনলেন তিনি।

Advertisement

২০২১ সালে একাকিত্ব কাটাতে অনলাইনেই আদরপুতুল করিনাকে কিনেছিলেন রড। বছর ৫৪-র রডের মতে, এর আগে আদরপুতুল সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। তবে করিনা আসার পর একেবারেই বদলে যায় তাঁর জীবন। রড বললেন, ‘‘করিনাকে পেয়ে আমি প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলতে পেরেছিলাম।’’

করিনাকে কেনার মাত্র দু’মাসের মধ্যেই রড করিনাকে তাঁর মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। করিনাকে দেখে প্রথমে বেশ খানিকটা অবাক হয়েছিলেন ৮৫ বছর বয়সি রডের মা। তার পর ছেলের সুখের কথা ভেবে নিজের গয়না, পোশাক দিয়ে আপন করে নিলেন করিনাকে। করিনার সঙ্গে থাকতে থাকতে রডের মনে মহিলাদের প্রতি যে বিদ্বেষ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে মুছে যায়।

Advertisement

করিনার ছবি ইনস্টাগ্রামে ভাগ করে অনুরাগীর সংখ্যা বাড়াচ্ছেন রড।

করিনাকে কিনে আনার কয়েক দিনের মধ্যে ভিয়েতনামের বাসিন্দা জেনির সঙ্গে সম্পর্ক হয় রডের। জেনি করিনার ব্যাপারে জানতে পারার পর তঁর ও রডের মধ্যে বেশ সমস্যা তৈরি হয়। তবে ধীরে ধীরে করিনাকে মেনে নেন জেনি। রড বললেন, ‘‘জেনি দূরে থাকলে করিনার সঙ্গেই স্নান করে, তাকে পোশাক পরিয়ে, তার বহু রকমের ভঙ্গিমার ছবি তুলেই সময় কাটে আমার। করিনার ছবি তোলাই এখন আমার নেশায় পরিণত হয়েছে। সেই ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়ায় আমার অনুরাগীর সংখ্যাও বেশ বেড়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement