Gadget news

সাবান, গরম জল দিয়ে ধোয়া যাবে এই স্মার্টফোন!

স্মার্টফোন কেনার পর কতই না যত্ন নেওয়া হয়। সাধের ফোনটিকে জল থেকে দূরে রাখতে চলে কত ধরনের প্রয়াস। সেটটিকে নিয়ে কোথায় যেন একটা চাপা আতঙ্ক থেকেই যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১১:১২
Share:

স্মার্টফোন কেনার পর কতই না যত্ন নেওয়া হয়। সাধের ফোনটিকে জল থেকে দূরে রাখতে চলে কত ধরনের প্রয়াস। সেটটিকে নিয়ে কোথায় যেন একটা চাপা আতঙ্ক থেকেই যায়। এই বুঝি ফোনটায় জল লেগে গেল! এ সব ঝামেলার দিন শেষ। জাপানের ‘কায়োসেরা’ এমন একটি স্মার্টফোন তৈরি করেছে, যাতে জল লাগলে কোনও ক্ষতি হবে না। বরং সেটিকে আপনি প্রয়োজন হলে সাবান এমনকী গরম জল দিয়েও পরিষ্কার করতে পারবেন নির্দ্বিধায়।

Advertisement

কায়োসেরা জাপানের নামী সংস্থা। স্মার্টফোন তৈরি করে। এ বার তারা বাজারে আনছে ‘ডাবড রাফরে’ নামে একটি ‘ওয়াশেবল’ স্মার্টফোন।

আরও পড়ুন: নতুন জামাকাপড় কি ধুয়ে পরাই উচিত?

Advertisement

রান্নাঘরে কাজ করার সময় জল লেগে স্মার্টফোন বিগড়ে যাওয়ার ঘটনা হামেশাই ঘটে। সে কথা মাথায় রেখেই বিশেষ ধরনের এই ফোন সেটটি তৈরি করা হয়েছে। রান্না সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকবে এই ফোনে। চমকের এখানেই শেষ নয়। অ্যাপগুলি ব্যবহার করা যাবে স্ক্রিনে হাত না লাগিয়েই। প্রয়োজনে ভেজা হাতে কিংবা গ্লাভস পরেও এর টাচ স্ক্রিন ব্যবহার করতে কোনও সমস্যা হবে না।

স্মার্টফোনটিতে স্পিকার কিংবা হেডফোন জ্যাক নেই। ধুলো তো বটেই, তরল জাতীয় পদার্থ থেকে ফোনকে বাঁচাতেই এই ব্যবস্থা। পাঁচ ইঞ্চি স্ক্রিনের কায়োসেরা রাফরেতে থাকছে ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ১৩ মেগাপিক্সেল ব্যাটারি। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে। আগামী মার্চ মাসে জাপানের বাজারে ছাড়া হবে এই স্মার্টফোনটি।

দেখুন সেই স্মার্টফোন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন