ফেসবুকে এল স্টার ওয়ার ইমোজি স্টিকার

সোশ্যাল মিডিয়ায় ছবি প্রোমোশনের অভিনব রাস্তা নিয়ে এল স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস। ফেসবুক মেসেঞ্জার খুললেই এখন স্টার ওয়ার ইমোজি। স্টার ওয়ার ফ্রাঞ্চাইজির শুধু নতুন চরিত্রগুলো নয়, পুরনো চরিত্রগুলোও উঠে এসেছে ইমোজিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১১:৫২
Share:

সোশ্যাল মিডিয়ায় ছবি প্রোমোশনের অভিনব রাস্তা নিয়ে এল স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস। ফেসবুক মেসেঞ্জার খুললেই এখন স্টার ওয়ার ইমোজি। স্টার ওয়ার ফ্রাঞ্চাইজির শুধু নতুন চরিত্রগুলো নয়, পুরনো চরিত্রগুলোও উঠে এসেছে ইমোজিতে।

Advertisement

হান, লিউক, লিয়া, বিবি-৮, আরটু, পাজমা, ফিন, রে, পো-কে দেখা যাবে ইমোজি স্টিকারে।

কেটি কুকের ডিজাইন করা স্টার ওয়ার ইমোজি স্টিকার গত সপ্তাহে স্টার ওয়ারের অফিশিয়াল পেজে লঞ্চ করা হয়েছে। ফেসবুক মেসেঞ্জারে ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে স্টার ওয়ার ইমোজি স্টিকার।

Advertisement

এর আগে চরিত্র মেমে লঞ্চ করে ফেসবুকে অভিনব প্রচার চালিয়েছিল মিনিয়ন।

মেসেঞ্জার থেকে ডাউনলোড করুন স্টার ওয়ার ইমোজি স্টিকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement