ভারতে আইফোন এসই-র দাম ঘোষণা করল অ্যাপল

বিশ্ব বাজারে এসে গিয়েছে আইফোন-এসই। কিন্তু ভারতের বাজারে আসছে কবে? দামই বা কবে? এই প্রশ্ন ঘোরাফেরা করছিল কাল থেকেই। আনুষ্ঠানিক ভাবে ভারতে তা লঞ্চের তারিখ ঘোষণা করল অ্যাপল।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১১:৩১
Share:

বিশ্ব বাজারে এসে গিয়েছে আইফোন-এসই। কিন্তু ভারতের বাজারে আসছে কবে? দামই বা কবে? এই প্রশ্ন ঘোরাফেরা করছিল কাল থেকেই। আনুষ্ঠানিক ভাবে ভারতে তা লঞ্চের তারিখ ঘোষণা করল অ্যাপল।

Advertisement

আগামী এপ্রিলের গোড়া থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে এই আইফোন-এসই। দাম শুরু ৩৯,০০০ টাকা থেকে।

১৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে আইফোন-এসই। এর সঙ্গেই লেদার কেস অ্যাক্সেসরিজ লঞ্চ করেছে অ্যাপল। কালো ও মিডনাইট ব্লু কেস ভারতে পাওয়া যাবে ২,৯০০ টাকায়।

Advertisement

ছোট স্ক্রিন ও সস্তার আইফোনের দাবি মেটাতে আইফোন-এসই নিয়ে এসেছে অ্যাপল। এই ফোনের ফিচার আইফোন সিক্সের মতো হলেও ডিজাইন ও বাকি সব কিছু আইফোন ফাইভের মতো।

প্রায় আইফোন ফাইভের মতো দেখতে আইফোন এসই পাওয়া যাবে নতুন রোজ গোল্ড রঙেও। আইফোন সিক্সের অ্যাপল এ৯ এসওসি ও এম৯ মোশন কোপ্রসেসর, ১২-মেগাপিক্সেল আইসাইট (রিয়ার) ক্যামেরার ফোরকে ভিডিও সাপোর্ট, ব্লুটুথ ৪.২, উন্নত ওয়াই-ফাই ও এলটিই, নতুন মাইক্রোফোন ও টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যাপল পে সাপোর্ট থাকছে এই ফোনে।

আরও পড়ুন: আইফোন-এসই আনছে অ্যাপল, দাম কিছুটা কম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন