দাড়িগোঁফওলা লোকই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন!

আপনার সঙ্গী কি তাঁর দাড়িগোঁফ নিয়ে খুবই পজেসিভ? আপনি কি তাঁর সেই ব্যবহারে খুবই বিরক্ত? প্রায়শই দাড়িগোঁফ কেটে ফেলে ক্লিনশেভ হওয়ার কথা বলেন? তা হলে সাবধান হন। দাড়ি-গোঁফ কাটার কথা বলার আগে দু’বার ভাবুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ১২:০৬
Share:

আপনার সঙ্গী কি তাঁর দাড়িগোঁফ নিয়ে খুবই পজেসিভ? আপনি কি তাঁর সেই ব্যবহারে খুবই বিরক্ত? প্রায়শই দাড়িগোঁফ কেটে ফেলে ক্লিনশেভ হওয়ার কথা বলেন? তা হলে সাবধান হন। দাড়ি-গোঁফ কাটার কথা বলার আগে দু’বার ভাবুন। কেন না দাড়িগোঁফওলা ব্যক্তিই ক্লিনশেভ ব্যক্তিদের থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

Advertisement

আমেরিকার বস্টনের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতালের পক্ষ থেকে ৪০৮ জন ব্যক্তির উপর একটি সমীক্ষা চালানো হয়। তাঁদের মধ্যে কারও দাড়িগোঁফ ছিল, কারও আবার দাড়িগোঁফ ছিল না। গবেষণায় দেখা যায়, দাড়িগোঁফবিহীন ব্যক্তিদের ত্বকে বাসা বেঁধেছে স্টাফাইলোকোকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া। ক্ষতিকারক এই ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং ত্বকের রোগ হয়। গবেষকদের দাবি, দাড়িগোঁফ থাকলে এই সমস্যা অনায়াসে কাটিয়ে ওঠা সম্ভব।

তাই গোঁফের আমি গোঁফের তুমি নয়, এ বার দাড়িগোঁফ দিয়ে সত্যি মানুষের স্বভাবও বোঝা যাবে। গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে জার্নাল অফ হসপিটাল ইনফেকশনে।

Advertisement

তাই কী ভাবলেন? দাড়িগোঁফ রাখবেন না বিসর্জন দেবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন