Apple Face Pack

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করতে পারেন আপেলের ফেস প্যাক, বাড়িতেই অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে

বাড়িতে অনেক সময়েই ফ্রিজে আপেল পড়ে থেকে নষ্ট হয়। সেই আপেল ফেলে না দিয়ে, তার সাহায্যে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। সপ্তাহে এক বার ব্যবহারেই ত্বকে আসবে স্বাস্থ্যকর ঔজ্জ্বল্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ২০:৫১
Share:

ছবি : সংগৃহীত।

রোজ আপেল খেলে কিছু ক্যানসারকেও দূরে রাখা সম্ভব বলে মনে করেন চিকিৎসকেরা। আপেলে থাকা এনজ়াইম এবং অ্যান্টিঅক্সিড্যান্ট এতটাই জোরালো। সেই উপাদান ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল বানাতেও সাহায্য করতে পারে। বাড়িতে অনেক সময়েই ফ্রিজে আপেল পড়ে থেকে নষ্ট হয়। সেই আপেল ফেলে না দিয়ে, তার সাহায্যে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। সপ্তাহে এক বার ব্যবহারেই ত্বকে আসবে স্বাস্থ্যকর ঔজ্জ্বল্য।

Advertisement

শুষ্ক ত্বকের জন্য

অর্ধেক পাকা আপেল খোসা ছাডিয়ে চটকে নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু।চোখের অংশ বাদ দিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Advertisement

তৈলাক্ত ত্বকের জন্য

১টি কুঁচি করা আপেল, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ দই একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগান, ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

অথবা ১ টেবিল চামচ আপেলের পিউরি এবং ১ চা চামচ শসার রস ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের জন্য

২ চা চামচ আপেল পিউরি, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ গলানো নারকেল তেল এক সঙ্গে মিশিয়ে নিন। তুলো দিয়ে মুখে লাগান, ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অথবা

২ টেবিল চামচ আপেল পিউরি , ২ টেবিল চামচ ওটমিল পাউডার, ২ টেবিল চামচ দুধের সঙ্গে মিশিয়ে মুখে এবং ঘাড়ে ভাল ভাবে ঘষে লাগান। আধ ঘণ্টা রেখে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement