ছবি : সংগৃহীত।
লাগালে ত্বক বেশি তেলতেলে হয়ে যাচ্ছে। না মাখলে রুক্ষ। যাদের মিশ্র ত্বক, তাঁদের প্রায়ই এমন উদ্ভট সমস্যার শিকার হতে হয়। কারণ না তাঁদের ত্বক পুরোপুরি রুক্ষ, না সম্পূর্ণ শুষ্ক। এই ধরনের সমস্যায় ত্বককে নরম, উজ্জ্বল এবং প্রাণবন্ত করতে চাইলে বাড়িতে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।
১. দ্রুত ঔজ্জ্বল্যের জন্য
ত্বকের রুক্ষ ভাব দূর করতে এবং ত্বকে দ্রুত নরম ও মোলায়েম ভাব আনতে মধু এবং কলার প্যাক উপকারী। কারণ, কলা ত্বককে ময়েশ্চারাইজ় করে এবং মধু আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
উপকরণ: অর্ধেকটা পাকা কলা এবং ১ টেবিল চামচ মধু।
ব্যবহার: কলাটি ভালো করে চটকে নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে মেখে ১৫-২০ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. ত্বকে পুষ্টি জোগানোর জন্য
ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগানোর পাশাপাশি মৃতকোষ দূর করতেও কার্যকরী দুধের সর ও বেসনের প্যাক। দুধের সর বা মালাই শুষ্ক ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। বেসন ত্বকের ময়লা টেনে বার করে দেয়।
উপকরণ: ১ টেবিল চামচ দুধের সর এবং ১ চা চামচ বেসন।
ব্যবহার: দুটি উপাদান মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি আধশুকনো হয়ে এলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
৩. ত্বকে টান টান ভাব আনতে
শুষ্কতা দূর করে ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করবে টক দই আর ওটসের স্ক্রাব। দই ত্বকের রুক্ষতা কমিয়ে ত্বককে নমনীয় করে তোলে। ওটস ত্বকের রন্ধ্রপথের মুখ বন্ধ করে টানটান ভাব আনে। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, শীতে ফেটে যায় বা চুলকায়, তাদের জন্য এই প্যাক উপযুক্ত।
উপকরণ: ২ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ গুঁড়ো করা ওটস।
ব্যবহার: দই ও ওটস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন যাতে ওটস নরম হয়। এরপর মুখে মেখে ১৫ মিনিট রাখুন। ধোয়ার সময় বৃত্তাকারে ঘষে ধুয়ে নিন।