ছবি : সংগৃহীত।
বাজারে টাটকা কমলালেবু পাওয়া যাচ্ছে! তা খেতে যেমন সুস্বাদু তেমনই তার রস এবং শাঁস দিয়ে ত্বকেরও পরিচর্যা করা যেতে পারে। কমলালেবুতে রয়েছে ভরপুর ভিটামিন সি। যা ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এ ছাড়া কমলালেবুর রস ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। সূর্যের রোদ থেকে হওয়া ক্ষতির হাত থেকেও বাঁচায় ত্বককে। ফলে ত্বক থাকে উজ্জ্বল। ত্বকের স্বাস্থ্যও ভাল থাকে।
১. ট্যান দূর করার প্যাক
উপকরণ: ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ১ টেবিল চামচ টক দই, ১ চা চামচ মধু।
ব্যবহার: সব উপকরণ একসাথে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় ভালভাবে লাগান এবং ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি ত্বকের ট্যান দূর করে এবং দ্রুত ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে সাহায্য করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃদু এক্সফোলিয়েশন করে।
২. তৈলাক্ত ত্বক ও ব্ল্যাকহেডস দূর করার জন্য প্যাক
উপকরণ: ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো। ১ টেবিল চামচ মুলতানি মাটি। প্রয়োজনমতো গোলাপ জল।
ব্যবহার : উপকরণগুলি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও ঘাড়ে লাগান এবং ৪০ মিনিট বা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য ভাল। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে, অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে সাহায্য করে।
৩. দাগ ও পিগমেন্টেশন কমানোর জন্য প্যাক
উপকরণ: ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো। ১ চা চামচ চন্দন গুঁড়ো। প্রয়োজনমতো কাঁচা দুধ।
ব্যবহার: সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগান। ১৫ মিনিট রেখে দিন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি ত্বকের কালো দাগ, মেছতা এবং পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে।